হলধর দাস: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে নরসিংদী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর।
সভা অনুষ্ঠানের পূর্বে স্থানীয় সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং-এ কেমন নির্বাচন উপহার দিবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।ভোটাররা অবাধে নিজের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ী ফিরে যেতে পারবেন।'
নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, বিজেপি কমান্ডার, র্যাব কমান্ডার ওনারা নির্বাচনী মাঠে আছেন। ওনারা যদি মনে করেন সেনা বাহিনী দরকার, তাহলেই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।
তিনি আরো বলেন, আমি ময়মনসিংহ জেলাসহ তিনটি জেলা ঘুরেছি। নরসিংদী আমার ঘুরে দেখা তিন নম্বর জেলা। অন্যান্য জেলার মত এখানেও পরিবেশ ভাল বলেই জেনেছি । ভোটার যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে এবং নিজের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে যাতে শান্তিমত বাড়ী ফিরে যেতে পারে এবং ভাল থাকতে পারে সে জন্য আমাদের যত রকমের ব্যবস্থা আছে, আমরা সে পদক্ষেপ নিয়েছি। এরপরেও আজকে নির্বাচন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করছি। দেখি ওনারা কী বলেন। আরও কোন পদক্ষেপ নেয়ার প্রয়োজন হলে নেবো।
এসময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সহ জেলা পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।