• নরসিংদী
  • রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ;   ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে মেধাবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:৫৫ পিএম
নরসিংদীতে মেধাবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন 

 

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী ক্যাডেট কেয়ার কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি'২৫ এর বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান শনিবার(১৩ ডিসেম্বর)বিকেলে নরসিংদী প্রেস ক্লাব-এর হল রুমে  সম্পন্ন  হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তানজিনুল হক মোল্লা । অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রফেসর কালাম মাহমুদ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নরসিংদী প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মাখন দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,যথাক্রমে গাজীপুর জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, জেলা সুজন সম্পাদক ও নরসিংদী প্রেস ক্লাবের নবনির্বাচিত সহসভাপতি  হলধর দাস,ভেলানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন, প্রাইম হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাহারুল হক সরকার(রমিজ উদ্দিন প্রমুখ। 

নরসিংদী জেলা স্কাউট সম্পাদক মঞ্জিল এ মিল্লাত এর সভাপতিত্বে এবং নরসিংদী ক্যাডেট কেয়ারের মেধাবৃত্তি কমিটির সভাপতি মোহাম্মদ জাওয়াদুল হক (জাহিদ)এর সঞ্চালনায় বিভিন্ন শ্রেণির মোট ৬১ জন কৃতি শিক্ষার্থীকে মেধা বৃত্তি ক্র্যাস্ট,সনদ ও এককালীন আর্থিক প্রাইজ মানি প্রদান করা হয়। 
প্রধান অতিথি বলেন, পিতা-মাতা সন্তানের প্রধান পথ প্রদর্শক। তাঁরা তাঁদের সন্তানকে কোথায়,কোন প্রতিষ্ঠানে দিলে পরীক্ষায় ভালো করবে, ভালো মানুষের মতো মানুষ হতে পারবে,  সেটা তাদের চিন্তাভাবনা করে ঠিক করতে হবে। 
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ