• নরসিংদী
  • বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে টিসিবির পণ্য কিনে খুশি দরিদ্র জনগোষ্ঠী


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১০ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:০৯ পিএম
নরসিংদীতে টিসিবির পণ্য কিনে খুশি দরিদ্র জনগোষ্ঠী
ছবি প্রতিনিধি

হলধর দাস: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নরসিংদী জেলার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গত ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

প্রাথমিকভাবে স্থানীয় জনসংখ্যা ও দারিদ্র সূচক বিবেচনায় সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসারগণের সরাসরি তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদ হতে প্রাপ্ত তালিকা এবং করোনা ভাইরাস মোকাবেলার সময় পূর্বে ২ হাজার ৫০০ টাকার প্রণোদনা প্রাপ্ত ৩২ হাজার ২৬১ টি পরিবারসহ সর্বমোট ৬৮ হাজার ৩৫৩ টি উপকারভোগী পরিবার নির্বাচন করা হয়। যার মধ্যে সদর উপজেলায় ১৭ হাজার ৬৯২ টি, পলাশ উপজেলায় ৮ হাজার ২৫ টি, শিবপুর উপজেলায় ৭ হাজার ৮৯৯ টি, রায়পুরা উপজেলায় ১৮ হাজার ৫৭৯ টি, মনোহরদী উপজেলায় ৯ হাজার ৭০৯ টি এবং বেলাব উপজেলায় ৬ হাজার ৪৪৯ টি উপকারভোগী পরিবার সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য ক্রয়ের সুযোগ পায়। 

প্রথম পর্যায়ের বিক্রয় কার্যক্রমে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনিসহ সর্বমোট ৪৬০ টাকার প্যাকেজ বিতরণ করা হয়। রমজানের শুরুতে দ্বিতীয় ধাপে আবার পণ্য বিতরণ করা হয়েছে। যার মধ্যে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা এবং ২ কেজি চিনিসহ সর্বমোট ৫২০ টাকার প্যাকেজ বিতরণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে গত ৭ এপ্রিল থেকে অদ্যাবধি সদর উপজেলায় ৩ হাজার ৮৯৩ টি, পলাশ উপজেলায় ২হাজার ৮০৭ টি, শিবপুর উপজেলায় ২ হাজার ২ টি, রায়পুরা উপজেলায় ৭ হাজার ৫৮৫ টি, মনোহরদী উপজেলায় ৪ হাজার ২৭৪ টি এবং বেলাব উপজেলায় ৩ হাজার ১১০ টি উপকারভোগী পরিবার সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য ক্রয়ের সুযোগ পায়। সর্বমোট ২৩ হাজার ৬৮১ টি পরিবার এ সুযোগ পেয়েছে। অবশিষ্ট নির্বাচিত পরিবার পর্যায়ক্রমে দ্বিতীয় পর্যায়ে বিক্রয় সুবিধা প্রাপ্য হবেন মর্মে জেলা প্রশাসন সূত্রে জানা যায়।

প্রান্তিক জনগোষ্ঠির মাঝে এই বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম-কে সার্বিক তদারকির দায়িত্ব দেয়া হয় এবং উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক ট্যাগ টিম গঠনপূর্বক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ এ কার্যক্রম সরাসরি তদারকি করেন। 

নরসিংদী জেলায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম জনপ্রতিনিধিদের সমন্বয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী এবং সুধীজন। 
উল্লেখ্য, উপকারভোগী যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুতের পর প্রত্যেক উপকারভোগীর নিকট একটি ফ্যামিলি কার্ড এবং সংশ্লিষ্ট ডিলারের নিকট ফ্যামিলি কার্ডের একটি অংশ সংরক্ষণের মাধ্যমে এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়।

এতে উপকারভোগীগণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে পণ্য পেয়ে সন্তুষ্ঠি প্রকাশ করেন। উপকারভোগী বেলাব উপজেলার আব্দুল্লাহ নগর গ্রামের খোদেজা বেগম এ প্রতিনিধিকে বলেন, আমার স্বামী দিনমুজুর। সন্তান নিয়ে কোন রকমে দিন যাপন করি। 

বর্তমান দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধ্বগতির কারণে পরিবারসহ না খেয়ে দিন পার করতে হচ্ছিল বলে জানান এই পরিবারের গৃহিণী। টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিতরণ কার্যক্রম হতে পণ্য ক্রয় করতে পেরে  সন্তোষ প্রকাশ করেন তিনি। 
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ