• নরসিংদী
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে অটোরিকশা চালক হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৪ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:১১ পিএম
নরসিংদীতে অটোরিকশা চালক হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

হলধর দাস: নরসিংদীর রায়পুরায় ব্যাচারিচালিত অটোরিকশা চালককে হত্যা করে লাশ গুম এবং অটোরিকশাটি ছিনতাইয়ের ঘটনায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদেরকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও ছিনতাই করা অটোরিকশাটি সংরক্ষণ করার অভিযোগে এক নারীকে ৬ মাসের কারাদন্ডাদেশ এবং ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। 

রবিবার (২৪ মার্চ) দুপুরে নরসিংদীর জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আ.ন.ম ইলিয়াছ আসামীদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। নিহত বিজয় মিয়া রায়পুরা উপজেলার চরমধুয়া গ্রামের মোঃ আমিনুল ইসলাম এর ছেলে। 

সাজা প্রাপ্তরা হলো; রায়পুরা উপজেলার বীরগাঁও এলাকার সোলাইমান মিয়ার ছেলে আলাল ওরফে বিল্লাল (৩৫), একই এলাকার মোছলেম মিয়ার ছেলে কাউছার মিয়া (২৮), একই উপজেলার বল্লবপুর এলাকার ধন মিয়ার ছেলে রুবেল মিয়া (৩১) এবং বীরগাঁও এলাকার আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫)। সাজাপ্রাপ্তরা সকলেই জেল হাজতে আছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে শহরের বাসাইল এলাকার ব্যাটারিচালিত অটোরিকশার চালক বিজয় মিয়া জীবীকার তাগিদে নরসিংদী শহরে বের হয়। এসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামীরা তাকে ভাড়া করে প্রথমে রায়পুরার নীলক্ষা এবং পরে একই উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের মাহমুদ নগরে নিয়ে কৌশলে চালককে হত্যা করে লাশগুম করে বিভাটেক অটোরিকশাটি  নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজয়ের মা মিনারা বেগম রায়পুরা থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তথ্য-প্রযুক্তির মাধ্যমে আসামীদের সনাক্ত করে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। আদালত ১৫ কার্য দিবসে ২০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের প্রেক্ষিতে এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল হালিম বলেন, দ্রুত সময়ে এমন চাঞ্চল্যকর এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দোষীরা তাদের উপযুক্ত সাজা পেয়েছে । 
 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ