স্টাফ রিপোর্টার: নরসিংদী আইন কলেজের ছাত্র সাবেক ছাত্র নেতা, শহীদ স্মৃতি সেবা সংসদ ও পাঠাগারের সাবেক সভাপতি প্রয়াত শরীফ আহমেদ এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুলখানী, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) সকালে সিনিয়র আইনজীবি, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম বাসেত এর সভাপতিত্বে শিবপুরের ঘাসিরদিয়ায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত শরীফ আহমেদের কর্মজীবনে বিভিন্ন ধিক তুলে ধরে এবং তার রোহের মাগফেরাত কামনা করে আলোচকবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, নরসিংদী জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক হাজী আব্দুস ছাত্তার, শিবপুর জনকল্যান সমিতির সাবেক সম্পাদক ফখরুল আলম খান, বিশিষ্ট সমাজ সেবক নাজমুল কবির আনোয়ার মাস্টার, নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হলধর দাস, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সিরাজ মিয়া, মাইন উদ্দিন, মৌলভী আঃ রশিদ, রাজিব আহমেদ, শাকিল আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে প্রয়াত শরীফ আহমেদ এর চাচা এড. রেজাউল করিম বাসেত অতিথিদের নিয়ে শরীফের কবর জিয়ারত করেন। অনুষ্ঠান ও দোয়া পরিচালনা করেন মৌলভী আব্দুল মোমেন।