• নরসিংদী
  • সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের উদ্বোধন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩৩ পিএম
পলাশে কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের উদ্বোধন 
উদ্বোধনী অনুষ্ঠান

নাসিম আজাদ: নরসিংদীর পলাশ উপজেলা স্কাউটস'র আয়োজনে চারদিনব্যাপী ১৪ তম কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস এর জেলা সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান।

সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস পলাশ উপজেলার সভাপতি মো: রবিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র মো: আল মুজাহিদ হোসেন তুষার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ, বাংলাদেশ স্কাউটস পলাশ উপজেলার কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা স্কাউটস সেক্রেটারি ও পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওবায়দুর রহমান তালুকদার প্রমুখ।

পলাশ উপজেলা স্কাউটস এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশে উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দল ও ৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের কাব দলের সদস্যরা অংশ গ্রহণ করে।

 

জাগো নরসিংদী/প্রতিনিধি 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ