নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর মাধবদী মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজাহার অমিত প্রান্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -২ পলাশ আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
মেহেরপাড়া ইউনিয়নের আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য বেলায়েত হোসেন বিল্লাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনারদী ইউপি চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম গাজী, মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক পবিত্র রঞ্জন দাস মহাদেব, পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।
মতবিনিময় সভায় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবারও বিপুল ভোটে নির্বাচিত করার আহবান জানান। মেহেরপাড়া ইউনিয়নের পাঁচ হাজার দুইশত উপকারভোগী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মতবিনিময় করেন। এছাড়াও মাধবদী থানা আওয়ামী লীগের সদস্য আ.ফ.ম সাঈদ হাসান কাজল, নরসিংদী সদর উপজেলা যুবলীগ নেতা গিয়াসউদ্দিন, মেহেরপাড়া ইউপি সদস্য আতাউর ভূইয়া, মেহেরপাড়া ইউনিয়নের সাবেক সদস্য সুঞ্জিত সেন গুপ্ত, মেহেরপাড়া ইউনিয়নের ইউপি সদস্য দানিছুর রহমান দানা, সেলিম মেম্বার, মজিদ মেম্বার, নিতিশ মেম্বার, লিপি মেম্বার, মেহেরপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জাগোনরসিংদী টুয়েন্টিফোর ডটকম/ মকবুল হোসেন