স্টাফ রিপোর্টার: নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান দ্যুতিময় দুয়ার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের কোমমতি শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কর্মসূচি ২০২৩-২৫ এর আওতায় নরসিংদী সদর উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহনে নরসিংদী জেলা প্রশাসন পরিচালিত, শহরের বানিয়াছল রেলওয়ে কলোনীস্থ বিদ্যালয়ের নিজস্ব মাঠে, এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা, ফারজান আক্তার মুমু'র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও জেলা প্রশাসনের বিশেষ কাজের দায়িত্ব পালনরত থাকায় উপস্থিত হতে পারেনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আছমা সুলতানা নাসরীন।
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশের জনপ্রিয় দৈনিক সমকাল পাঠক ফোরাম ”সুহৃদ সমাবেশ’ এর নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি, গাজী হানিফ মাহমুদ, মো: শাহাদাৎ হোসেন রাজু ও সাধারণ সম্পাদক তানজিত আহমেদ অপি। প্রতিযোগিতায় ৬টি ইভেন্টে ৪৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশ গ্রহণ করে। খেলা পরিচালনা করেন, স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশের ট্রেইনার ও দ্যুতিময় দুয়ার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো: জসিম উদ্দিন সরকার ও মুক্তা রানী দাস।
এসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন ইভেন্টের খেলা দেখাতে আশপাশের মহল্লাগুলো থেকে আসা শতশত নারী-পুরুষ এ ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করেন। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে নরসিংদী জেলা প্রশাসন পরিচালিত, দ্যুতিময় দুয়ার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে দেশে প্রথম সারির জনপ্রিয় দৈনিক সমকাল পাঠক ফোরাম ‘সুহৃদ সমাবেশ’ এর বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
‘সুহৃদ সমাবেশ’ এর পক্ষ থেকে বিদ্যালয় মাঠের চারপাশে উন্নত জাতের আম, কাঠাল, কদবেলসহ অন্যান্য ফলজ,বনজ ও ঔষধি গাছ লাগানো হয়। সুহৃদ বন্ধুরা নিজ হাতে মাটি খুড়ে গাছগুলো রোপন করেন।