
স্টাফ রিপোর্টার: ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জুলাইয়ের গণ অভূত্থান কোন রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয়। এদেশে মুক্তিযুদ্ধ আমরা দেখিনি তবে এর গল্প শুনেছি। আমরা দেখেছি ২৪ এর গণ আন্দোলন। জুলাইয়ের কোন আন্দোলনে এদেশের ছাত্র জনতা কোন নেতার নির্দেশের অপেক্ষা না করে আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে এসেছিল। প্রতিরোধ গড়ে তুলে ছিল। করে গেছে অধিকার আদায়ের আন্দোলন। ৭১ এর মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধকে পুজি করে আওয়ামী লীগ রাজনৈতিক ধান্ধাবাজির হাতিয়ার হিসেবে পরিনত করেছিল। আজকে এই জুলাই পরবর্তী সময়ে রাজনৈতিক সুবিদা আদায়ে একটি গোষ্ঠী, একটি মহল ও একটি রাজনৈতিক চক্র জুলাইযের নামে দোকান খুলে বসেছে। যারা জুলাইয়ের নামে দোকান খুলে ব্যবসা করছে। আমরা তাদের এ হেন কাজের প্রতিবাদ জানাই। যারা জুলাই আন্দোলনের নামে ধান্ধাবাজি করছে তাদের প্রতিহত করতে গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধ। শুক্রবার (১৬ মে সন্ধ্যায় নরসিংদী পৌর ঈদগাহ মাঠে এ গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নরসিংদীতে গণ অধিকার পরিষদ আয়োজিত গণ সমাবেশ ভিপি নুর বলেন, যারা জুলাইয়ে নামে ধান্ধাবাজি করছেন আমি তাদেরকে পরিস্কার ভাবে বলে দিতে চাই জুলাই কারও বাপ দাদার সম্পত্তি নয়। কারও একক কৃতিত্ব না। এটি দেশের সকল শ্রেণি-পেশার মানুষের লড়াই সংগ্রামের ফল। এদেশে সকল শ্রেণি-পেশার মানুষ সমান অধিকার পাবে উল্লেখ করে তিনি স্বৈরাচার আওয়ামী লীগ বিরোধী গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা তুলে ধরে তিনি।
তিনি বলেন, এই জুলাই আন্দোলনের উদ্দেশ্য ছিল ফ্যার্সিবাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মান করা। যে বাংলাদেশে আর কোন স্বৈর শাসক তৈরি হবে না। যে দেশের সরকারী কর্মচারী হতে জনপ্রতিনিধিরা জনগনের কাছে জবাব দিতে দায়বদ্ধ থাকবে।
তিনি জুলাই গণ আন্দোলনের যুদ্ধাদের সদা জাগ্রত থাকার কথা উল্লেখ করে বলেন, এদেশে আর কোন জনপ্রতিনিধি রাতের ভোটে নির্বাচিত হবে না। এদেশ মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে সেই জন্য জুলাই যুদ্ধাদের সদা জাগ্রত থাকতে হবে।
জেলা কোন অধিকার পরিষদের সাবেক সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে গণসমাবেশের উদ্বোধন করেন নরসিংদী জেলা গণ অধিকার পরিষদ নেতা মো. রফিকুল ইসলাম চৌধুরী (রিপন)। গণ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
নরসিংদী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহজামান সরকার বাপ্পির সঞ্চালনায় গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান।
গণ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আব্দুল জাহের, সহ সভাপতি ইব্রাহীম রওনক, যুগ্ম সম্পাদক নিলা শেখ।