• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ;   ০৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে এসিড সারভাইভারদের মাঝে সেলাই মেশিন বিতরণ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:১৬ পিএম
নরসিংদীতে এসিড সারভাইভারদের মাঝে সেলাই মেশিন বিতরণ 

মো. রাসেল মিয়া : এসিড সারভাইভার ফাউন্ডেশন কর্তৃক নরসিংদীতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।  বুধবার বিকালে  অগ্রগতি সেবা সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে এসিড সারভাইভার ১০জনের  মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অগ্রগতি সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জামাল হোসেন এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মতিউর রহমান ভুঁইয়া জাকির, বিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ শাজাহান মিয়া, উষ্ণার নির্বাহী পরিচালক জসিমউদদীন আহাম্মেদ জাহাঙ্গীর,এসিড সারভাইভার ফাউন্ডেশনের এইচআর এন্ড এডমিন আঃ হালিম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর  তাহমিনা ইসলাম, এসিড সারভাইভার ফাউন্ডেশনের মনোবিজ্ঞানী  ইসরারত জাহান,এসিড সারভাইভার ফাউন্ডেশনের ফাইন্যান্সিয়াল কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম।

পরে সভার প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা  প্রশিক্ষিত মোট, ১০ জন নারীদের সেলাই মেশিন বিতরণ করেন।

প্রধান অতিথি মাসুদুল হাসান তাপস বলেন, এই উদ্যোগটি অ্যাসিড আক্রান্ত নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের সমাজে পুনরায় একীভূত হতে এবং আত্ম-মর্যাদা নিয়ে বাঁচতে সহায়তা করবে।আপনাদের জন্য সমাজ সেবা অফিস সবসময় খোলা,সংস্থার দেওয়া সেলাই মেশিন বিক্রি বা বাড়িতে বসিয়ে না রেখে উপার্জন  করবেন সেটাই প্রত্যাশা। 

এসিড সারভাইভার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সামিয়া আহাম্মেদ উপকারভোগীদের  উদ্দেশ্যে বলেছেন, এসিড সারভাইভার ফাউন্ডেশন  একটি অলাভজনক সংস্থা, যা অ্যাসিড নিক্ষেপের শিকার ব্যক্তিদের সহায়তা করে থাকে। এই ফাউন্ডেশন অ্যাসিড হামলার শিকার ব্যক্তিদের পুনর্বাসন, চিকিৎসা, আইনি সহায়তা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। নরসিংদী পৌরসভায় সেলাই মেশিন বিতরণ এই কার্যক্রমেরই অংশ, যার মাধ্যমে অ্যাসিড আক্রান্ত নারীরা নতুন করে জীবন শুরু করতে এবং অর্থনৈতিকভাবে নিজেদের পায়ে দাঁড়াতে পারবে।

তাদের দেওয়া সেলাই মেশিন যাতে বাড়িতে বসিয়ে না রেখে উপার্জন এবং নিজেদের চাহিদা মেটানোর কাজে ব্যবহার করেন।

অগ্রগতি সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জামাল হোসেন বলেন,নরসিংদীতে ১৪৯জনের পাসে থাকাতে পেরে এসিড সারভাইভার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান ও  কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ