নিজস্ব প্রতিনিধি: মন্ত্রী-এমপিদের আত্মীয়স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে কঠোরভাবে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। এরপরও শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা'র স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম।
এদিকে গত ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর দলীয় এই নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনে নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।