• নরসিংদী
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

মনোহরদীতে কাগজে মোড়ানো নবজাতক উদ্ধার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:০২ পিএম
মনোহরদীতে কাগজে মোড়ানো নবজাতক উদ্ধার
উদ্ধারকৃত নবজাতক

মনোহরদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশ থেকে কাগজে মোড়ানো জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ নভেম্বর) সকালে মনোহরদী সরকারি কলেজের পশ্চিম দিকের সড়কের পাশ থেকে নবজাতককে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নবজাতকের বয়স মাত্র একদিন। এ রিপোর্ট লেখা পযর্ন্ত নবজাতকের বাবা-মার  সন্ধান পাওয়া যায়নি।

জানা যায়, ভোর বেলা স্থানীয় এক ব্যক্তি হাঁটতে বের হলে সড়কের পাশে নবজাতকের কান্না শুনতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

মনোহরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন বলেন, 'শিশুটির চিকিৎসায় আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, কোনো প্রকার ত্রুটি রাখা হচ্ছে না। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।'

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ বলেন, 'নবজাতকের শারীরিক অবস্থা ভালো আছে। তারপরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।'

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন নবজাতক উদ্ধারের সত‍্যতা নিশ্চিত করে জানান, 'উদ্ধারকৃত নবজাতকের বাবা-মাকে শনাক্তের চেষ্টা চলছে।'

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ