• নরসিংদী
  • রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ৩১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর সমশের জুটমিলে অগ্নিকান্ড


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:০৬ পিএম
নরসিংদীর সমশের জুটমিলে অগ্নিকান্ড
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি: নরসিংদী শহরতলী চরসুজাপুরে অবস্থিত সমশের জুটমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে নরসিংদী ফায়ার সার্ভিসের দ্রুত সহায়তার কারণে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেলো কারখানাটি।

আজ সোমবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) এম এ ছাত্তার জানান, দুপুর প্রায় ১ টা ৫০ মিনিটে কারখানার ড্রেসিং-ড্রইং সেক্টরে আগুনের সূত্রপাত হলে সাথে সাথে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করা হয়।

পাশাপাশি নরসিংদী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস আসার পর প্রায় এক ঘন্টা চেষ্টার ফলে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

এরই মধ্যে কারখানার প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানালেন তিনি।

অপর দিকে নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: রায়হান জানান, সমশের জুটমিলে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারীর নেতৃত্বে দুটি ইউনিয়ন কাজ শুরু করে। দীর্ঘ প্রায় এক ঘটনার চেস্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

আগুনের সূত্রপাত ও এতে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে চাইলে কারখানার কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।

এছাড়া  প্রাধমিকভাবে ধারনা করা হচ্ছে এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সঠিকভাবে তদন্ত করলে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পূর্ণ নিরুপণ করা সম্ভব হবে বলে জানান।

জাগোনরসিংদী/রাসেল 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ