• নরসিংদী
  • মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ;   ১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুর উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:২৮ পিএম
শিবপুর উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা
ঘর হস্তান্তর। ছবি : জাগো নরসিংদী

শেখ মানিক: নরসিংদীর শিবপুর উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২২ মার্চ বুধবার সকালে আশ্রয়ণ-২ প্রকল্পের আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ ঘোষণা দেন এবং চাবি ও দলিল হস্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে শিবপুর উপজেলা মিলনায়তনে প্রশাসনের আয়োজনে আয়োজিত গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -৩ শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, ওসি ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূঁইয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি সদস্য ও উপকারভোগীরা।

ইউএনও জিনিয়া জিন্নাত জানান, ৪র্থ পর্যয়ে ৭৫ জনকে জমিসহ গৃহ প্রদানের মাধ্যমে শিবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হয়েছে। তবে এর পরেও যদি কোন ভূমিহীন ও গৃহহীন থাকে তাদের জন্য পুনর্বাসন প্রক্রিয়া চালু থাকবে বলে জানান । পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ, পানি সরবরাহ ও বিদ্যুৎব্যবস্থা রয়েছে।

জাগো নরসিংদী/প্রতিনিধি 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ