হলধর দাস : বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায় নরসিংদী জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় পাঁচদিনব্যাপী ৯০১ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার আয়োজনে গত সোমবার রাতে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহা তাবু জলসা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার সহসভাপতি মো: মনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত, শুভেচ্ছা বক্তব্য রাখেন নরসিংদী জেলা স্কাউটসের সহসভাপতি শিবপুর সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, কোর্স লিডার আলেয়া খাতুন এএলটি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহা: আবদুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবিরুল ইসলাম, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সম্পাদক শেখ মানিক, জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার মোঃ আলতাফ হোসেন, শাহরুখ ইসতিয়াক খান সাকিব, ইয়ামিন মিয়া, জেলা স্কাউট লিডার মোঃ আকরাম সরকার, জেলা কাব লিডার আঃ রহিম, শিবপুর উপজেলা কমিশনার আবদুল হাই, সম্পাদক খন্দকার আরিফ রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে উপদল ভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিভিন্ন দল ।