স্টাফ রিপোর্টার : নরসিংদী সদর উপজেলার শেখের চরে অবস্থিত স্বনামধন্য বিদ্যাপীঠ কারি আব্দুল হাই মেমোরিয়াল হাই স্কুলের তিন শতাধিক শিক্ষার্থীকে মাদকমুক্ত থাকার শপথ করিয়েছেন আলোচিত পুলিশ কর্মকর্তা, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার। গতকাল শনিবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বিশেষ মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি উপস্থিত শিক্ষার্থীদেরকে এই শপথবাক্য পাঠ করান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে, নরসিংদী জেলায় মাদকের প্রকোপ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে শিক্ষার্থীদেরকে সচেতন করতে স্কুল কর্তৃপক্ষ এই বিশেষ মাদকবিরোধী অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার্থীদের উদ্দেশে অ্যাডিশনাল এসপি শামীম আনোয়ার আরো বলেন, যদি আমরা সবাই নিজেকে এবং নিজনিজ পরিবারকে মাদকমুক্ত রাখতে পারি, তাহলেই সমাজ ও দেশ মাদকের অভিশাপমুক্ত হবে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, পুলিশের একার পক্ষে মাদক দমন অসম্ভব। সমাজের সর্বস্তরের মানুষ যদি মাদক নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং পুলিশকে সহযোগিতা করে, তাহলে পুলিশ কাঙ্ক্ষিত পর্যায়ে মাদক দমনে ভূমিকা পালন করতে সক্ষম হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবক প্রতিনিধি এবং শিক্ষকেরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বারের সাবেক পরিচালক এবং বিশিষ্ট সাহিত্য ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ আল আমিন রহমান
স্থানীয় সূত্রে জানা যায়, কারী আব্দুল হাই মেমোরিয়াল হাইস্কুল নরসিংদীর অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ। চলতি ২০২৫ সালের এএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শ্রেষ্ঠ স্কুলের তালিকায় এই স্কুল নরসিংদীতে তৃতীয় স্থান অর্জন করে। একাডেমিক ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা এবং এক্সট্রা কারিকুলার কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানটিকে এক অনন্য অবস্থানে উপনীত করেছে। শিক্ষার্থীদের মনোজগতকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে মাদকবিরোধী অনুষ্ঠানের আয়োজন যোগ্য মানবসম্পদ বিনির্মানে স্কুল কর্তৃপক্ষের প্রতিশ্রুতিকেই দৃশ্যমান করে মর্মে মন্তব্য বিদগ্ধজনদের।
এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক ফখরুল আলম নাদিম জানান, ছাত্রছাত্রীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলাকেও আমরা আমাদের গুরুদায়িত্ব হিসেবে মনে করি। সেই দায়িত্ববোধের জায়গা থেকে এই মাদকবিরোধী অনুষ্ঠানের আয়োজন। অ্যাডিশনাল এসপি শামীম আনোয়ারের মতো অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বের উপস্থিতি শিক্ষার্থীদের মনে মাদক সম্পর্কে সঠিক বার্তা পৌঁছে দেবে বলে আমি মনে করি।
উল্লেখ্য, নরসিংদীর শিল্প অধ্যুষিত শেখের চর এলাকা বর্তমানে মাদকে সয়লাব। মারণনেশা ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকে আসক্ত হয়ে পড়ছে যুবসমাজ। ফলে বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি,ইভটিজিংসহ অন্যান্য অপরাধও। মাদকের ছড়াছড়ির ফলে ঝুঁকিতে পড়ছেন স্কুলপড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরাও। এই প্রেক্ষাপটে স্কুল কর্তৃপক্ষের আয়োজনে মাদকবিরোধী এই অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।