• নরসিংদী
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় গাঁজা ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৫৯ পিএম
রায়পুরায় গাঁজা ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড 
লোগো

স্টাফ রিপোর্ট: নরসিংদীর রায়পুরায় গাঁজা সেবন ও মজুতের দায়ে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিত ব্যক্তির নাম আবু কালাম ওরফে পানি শাহ (৫০)।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো: আজগর হোসেন এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।

সূত্র মতে, উপজেলার ডৌকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট স্থানীয়রা গাঁজা সেবন ও বিক্রি বন্ধের দাবিতে একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগের প্রেক্ষিতে ডৌকারচর ইউনিয়নে মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে গত রোববার রাতে ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজীসহ ইউপি সদস্য এবং স্থানীয়রা গাঁজা ব্যবসায়ী আবু কালাম ওরফে পানিস শাহ'র বাড়িতে তল্লাশী করেন।

এসময় তার বাড়ির অদূরে গাঁজার আস্তানা থেকে মাটির মটকি ভর্তি প্রায় ৪ কেজি গাঁজা, গাঁজা সেবনের বিপুল পরিমান বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এসময় আবু কালাম ওরফে পানিস শাহকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিমের নিকট সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতে তাকে তাৎক্ষণিক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

ডৌকারচর ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'এলাকা থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে সকলের সহযোগিতা চাই।'

জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ