বেলাব প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে হতদরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর প্রতীক। সংগঠনের ১৫ বর্ষপূর্তি উপলক্ষে উপজেলার বাজনাবো ইউনিয়নের ৬০টি হতদরিদ্র ও অসহায় পরিবারের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'আলোর প্রতীক'র ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার দক্ষিণধুরু গ্রামে আয়োজিত বনভোজন ও আলোচনা সভায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে উষ্ণতার এই পরশ ছড়ানো হয়।
আলোর প্রতীক সেচ্ছাসেবক সংগঠনের সভাপতি মো. মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ১৫তম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহবায়ক মো. মাহফুজ রায়হান রাজুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজনাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মোখলেছুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মেরাজ মাহমুদ মিরাজ, সংগঠনের উপদেষ্টা ও একমি চীফ ফিন্যান্সিয়াল অফিসার মো. এরশাদুল কবির নয়ন, দূর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী, দক্ষিণধুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. ইব্রাহিম ভূইয়া, বাজনবা ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোবারক হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. রুহুল কুদ্দুস, চলো গড়ি বেলাব এডমিন মো. তানভীর আহমেদ, আলোর প্রতীক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাজন, বর্ষপূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব মো. বাদল আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সদস্যরা অতিথিদের ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোখলেছুর রহমান বলেন, 'সেচ্ছাসেবী সংগঠন 'আলোর প্রতীক'র এই মহতী উদ্যোগ দেখে আমি বিস্মিত হয়েছি। সীমিত সময়ের মধ্যে এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে শুনে ও দেখে খুব ভালো লাগলো এজন্য 'ভবিষ্যতে 'আলোর প্রতীক' সংগঠনের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করবো।'