• নরসিংদী
  • শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ০৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

সয়াবিন তেলের দাম কমলো লিটারে পাঁচ টাকা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:২৩ পিএম
সয়াবিন তেলের দাম কমলো লিটারে পাঁচ টাকা
ফাইল ছবি

জাগো নরসিংদী ডেস্ক: দেশে সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়েছে সরকার। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগে ছিলো ১৯২ টাকা লিটার।

আগামী রোববার থেকে তেলের নতুন দাম কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়  ভোজ্যতেল পরিশোধন ও বিপণন কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিভিওআরবিএমএ) সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন দর অনুযায়ী খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৮৭ টাকা।

৫ লিটারের বোতল সয়াবিন তেলের দাম ৯০৬ টাকা এবং পাম তেলের প্রতি লিটার ১১৭ টাকা নির্ধারণ করেছে সরকার।

বর্তমানে বাজারে খোলা সয়াবিন তেলের খুচরা মূল্য লিটার প্রতি ১৭২ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৯২ টাকা এবং ৫ লিটারের বোতল ৯২৫ টাকা। এছাড়া পাম তেলের দাম লিটার প্রতি ১২১ টাকা বিক্রি হচ্ছে।

সূত্র : ইউএনবি

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ