• নরসিংদী
  • বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ;   ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকান্ড 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ৩০ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৩১ পিএম
পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকান্ড 

স্টাফ রিপোর্টার: নরসিংদীর পলাশে প্রাণ আরএফএল গ্রুপের ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজিরচর এলাকার এই পার্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী।

পলাশ ফায়ার সার্ভিস ও পার্কের শ্রমিকরা জানায়, আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পিএইচ ফোম (ওয়ান টাইম) শাখায় আগুন লাগে। খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশন, নরসিংদী ও মাধবদীর ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। পরে ৩ ঘন্টার চেষ্টায় সন্ধা সাড়ে ৭টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসলেও পিএইচ ফোম শাখা আগুনে পুড়ে যায়।

ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কের নির্বাহী পরিচালক ফজলে রাব্বির মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেকুর বারি জানান, বিকেল ৪টার দিকে প্রাণ আরএফএল গ্রুপের  ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পাকের একটি দুতলা ভবনের প্লাস্টিকের তৈরি মালামালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিযন্ত্রণের চেষ্টা চালায়।

পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় নরসিংদী ও মাধবদী থেকে আরও ৫টি ইউনিট তাদের সাথে এসে যোগ দেয়। পরে ৭টি ইউনিট দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। তবে কি কারণে এই আগুনের ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরে আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমান জানানো হবে।

 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ