• নরসিংদী
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে বৃদ্ধাকে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামি গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০১ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:২৪ পিএম
পলাশে বৃদ্ধাকে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামি গ্রেফতার

মকবুল হোসেন: নরসিংদীর পলাশে চাঞ্চল্যকর দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার মাইন উদ্দিন মিয়ার ছেলে মঞ্জুরুল ইসলাম রিজু। 

আজ ১লা এপ্রিল সোমবার সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান(পিপিএম বার)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ মার্চ পলাশের চর্নগরদীতে দেলোয়ারা বেগমকে তার নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়, এ ঘটনার পরপরই রহস্য উদঘাটনে মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশ।

পরে গতকাল ৩১মার্চ নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে  তথ্য প্রযুক্তির সহায়তায় মঞ্জুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সে হত্যাকাণ্ডের ঘটনাটি স্বীকার করেন।  

এসময় তিনি আরো জানান,  দোলোয়ারা বেগম এর দুই ছেলে প্রবাসী এবং সে বাড়িতে একা থাকে তাই তার কাছে অনেক টাকা পয়সা থাকবে এমন ধারণা থেকেই মঞ্জুরুল ইসলাম রিজু তাকে হত্যা করে, কিন্তু ঘরে টাকা পয়সা না পেয়ে এসময় দোলোয়ারার শরীরে থাকা স্বর্ণের কানের দুল, নাকফুল ও মোবাইল ফোন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত ১টি  বঁটি ও লুটে নেওয়া  কানের দুল ও নাকফুল উদ্ধার করা হয়।

 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ