স্টাফ রিপোর্টার:নরসিংদীতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) নরসিংদী শহরতলীর সঙ্গীতা মোড় এলাকায় অসহায় ও দু:স্থ নারী-পুরুষ ও শিশুদের হাতে প্রধানমন্ত্রী এ ঈদ উপহার তুলে দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা এমপি ফরিদা ইয়াছমিন।
পবিত্র ঈদুল ফিতরের পূর্বক্ষণে প্রধানমন্ত্রী ঈদ উপহার নিয়ে সংরক্ষিত এই মহিলা এমপি ছুটে আসেন শহরতলীর সংগীতা এলাকায় তার পৈত্রিক বাসভবনে। এদিকে জাতীয় সংসদের সংরক্ষিত এমপি ফরিদা ইয়াছমিন ঈদ উপহার বিতরণ করবেন এ খবরে এলাকার নরনারীরা দুপুরের পর থেকেই সঙ্গীতা এলাকার ওই বাড়িতে এসে ভীড় জমায়।
প্রধানমন্ত্রী এই ঈদ উপহারের মধ্যে ছিলেন নারীদের জন্য শাড়ি, মেয়েদের জন্য থ্রি পিস ও লেহেঙ্গা শিশুদের জামা ও পুরুষের জন্য লুঙ্গি।
এ সময় এলাকার চার শতাধিক হতদরিদ্র, অসহায় ও দু:স্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য ভাস্কর অলির মাহমুদ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা, জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম লিমন ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সোহানা আক্তার।
প্রধানমন্ত্রী ঈদ উপহার বিতরণের পূর্বমূহুর্তে মহিলা এমপি ফরিদা ইয়াছমিন সকলের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছেন। দেশ স্বাধীন হবার পর একটি সুন্দর সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। জাতির পিতার সেই স্বপ্ন পূরণ করেছেন তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী পিতার মতোই উদার মানসিকতা সম্পূর্ণ একজন মানুষ।
তিনি বলেন, প্রথানমন্ত্রী শেখ হাসিনা সবসময় এ দেশের মানুষের কথা ভাবেন। ঈদে সমাজের ধনাঢ্য পরিবারের লোকেরা ও তাদের সন্তানেরা নতুন কাপড় গায়ে দিবে অথচ একই সমাজে বসবাসকারী গরিব, অসহায় ও দুঃস্থ মানুষেরা ছেড়া জামা গায়ে দিয়ে ঘুরবে এ বিষয়টা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনে প্রাণে চাননি। তাই তিনি দেশের দরিদ্র শ্রেণীর মানুষের জন্য ঈদে নতুন কাপড়ের ব্যবস্থা করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সে কাপড় পৌঁছে দেয়া হয়েছে দেশের প্রতিটি অসহায় ও দুঃস্থ মানুষের হাতে। আমি আজ প্রধানমন্ত্রীর নির্দেশে তারই ঈদ উপহার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ সারাদেশে দ্ররিদ্র শ্রেণির মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিতরণ করা হচ্ছে। সেদিকে তাকালে তার উদার মানসিকতার পরিচয় মিলে। উদার মানুষিকতা সম্পন্ন একজন নারী, একজন মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া থাকলে তিনি আগামীতেও আপনাদের হাতে এমনই ভাবে ঈদ উপহার তুলে দিতে পারবে।
এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে সংরক্ষিত মহিলা এমপি ফরিদা ইয়াছমিন তার পৈত্রিক ভিটা নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের তিন শতাধিক মানুষের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন।