• নরসিংদী
  • রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ;   ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে বেসরকারি হাসপাতালকে লাখ টাকা জরিমানা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৩৪ পিএম
পলাশে বেসরকারি হাসপাতালকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর পলাশে আনু মিজান ম্যানেজড কেয়ার হসপিটাল সিস্টেম নামে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে পলাশের চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড়ে অবস্থিত এই হাসপাতালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতালটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, দীর্ঘদিন ধরে আনু মিজান ম্যানেজড কেয়ার হসপিটাল সিস্টেম সেবা গ্রহিতাদের জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্যক্রম সংগঠিত করে আসছে। আজ অভিযান চলাকালে এসব অনিয়মের সত্যতা পাওয়া যায়।

অনিয়ম গুলো হলো, ডিপ্লোমাকৃত ওটি সিস্টার নেই, এক্স-রে টেকনিশিয়ান নেই, মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ করা হয়, অটোক্লেভ মেশিন নষ্ট, গ্যাসের চুলা দিয়ে জীবানুমুক্ত করা হয়, দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের নামের তালিকা পাওয়া যায়নি, হাসপাতালের হাজিরা খাতায় সিস্টারদের কোন হাজিরা পাওয়া যায়নি এবং কোন ডাক্তার সিজার করেন তারও কোন তথ্য পাওয়া যায়নি।

এসব অপরাধের দায়ে হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পলাশ উপজেলায় এই ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক, মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন খানসহ পলাশ থানা পুলিশের একটি টিম

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ