• নরসিংদী
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে প্রবাসীর জমি জবরদখল করেছেন ছাত্রলীগ যুবলীগ নেতা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:১৯ পিএম
পলাশে প্রবাসীর জমি জবরদখল করেছেন ছাত্রলীগ যুবলীগ নেতা 
দু নেতা ও দখলকৃত জমি। ছবি : জাগো নরসিংদী

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার  গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামে নরসিংদীর পুলিশ সুপারের নাম ভাঙ্গিয়ে জমি জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে।

আর দখলের অংশ হিসেবে তাতে মাটি ফেলে নিজের মোবাইল নম্বরও দিয়ে বিক্রির জন্য নোটিশ টানিয়েছে গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ইফতি (৩৩) ও পলাশ উপজেলা যুবলীগ নেতা রাশেদ আলম (৩৫)।

এই ঘটনায় ভুক্তভোগী আবুল হোসেন জবরদখলের বিষয়ে আদালতে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে আদালত উক্ত জমির মালিকানা বিষয়ে একটি প্রতিবেদন দাখিলের জন্য দু সপ্তাহ সময় দিয়ে সহকারী কমিশনার (ভূমি) পলাশ ও পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি)কে পত্র দিয়েছেন। 

এদিকে পলাশ থানা পুলিশের পক্ষ থেকে উক্ত ভূমিতে স্থিতাবস্থা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন বলে জানান আবুল হোসেন।  

ভূক্তভোগী আবুল হোসেন কর্তৃক আদালতে দাখিলকৃত মামলার আবেদনে জানা যায়, আবুল হোসেনের মালিকানাধীন বাড়ির পাশে একটি জমি দীর্ঘদিন ভোগ দখল করে আসছে।

গত ৩ জানুয়ারি দুপুরে খালি বাড়ি পেয়ে অভিযুক্ত গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ইফতি (৩৩) ও পলাশ উপজেলা যুবলীগ নেতা রাশেদ আলম (৩৫)সহ দশ/পনেরো জনের একটি দল নিয়ে ড্রাম ট্রাক দিয়ে মাটি ফেলতে থাকে।

এসময় তাদের বাধা দিলে তৎক্ষনাৎ তারা চলে যায়। পরে দলবল নিয়ে রাতের অন্ধকারে উক্ত জমিতে মাটি ফেলে ভরাট করে। 

ভুক্তভোগী প্রবাস ফেরত আবুল হোসেন জানান, তিনি দীর্ঘদিন বিদেশে থেকে দেশে এসেছেন। তার দুই ছেলের মধ্যে একজন সম্প্রতি মারা গেছেন। অন্যজন বিদেশে রয়েছেন। এই অবস্থায় বাড়িতে স্ত্রী ও পুত্রবধুকে নিয়ে অসহায়ের মতো বসবাস করছেন। বাড়ির পাশের জমি জবর দখল করে নেয়ার বিষয়টি পলাশ থানা পুলিশকে জানালেও থানা পুলিশ তাতে সাড়া দেয়নি। 

আবুল হোসেন আরও জানান, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম প্রকাশ্যে বলে বেড়ায় নরসিংদীর পুলিশ সুপার নাকি অর্ডার দিয়েছেন এখানে মাটি ফেলতে। এখন কোথায় যাবো? আল্লাহ যদি আামদের রক্ষা করেন। এই অবস্থায় আদালতে আরও একটি মামলা দায়ের করেন বলে জানান তিনি। এখন এই জবর দখল থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাস ফেরত আবুল হোসেন।

ঘটনার বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসরাম ইফতি ও রাশেদ আলমের মোবাইলে একাধিকবার কল দিলেও তারা মোবাইল রিসিভ করেননি।

জাগো নরসিংদী/রাসেল 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ