• নরসিংদী
  • রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ;   ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় অবৈধ বন্দুক ও কার্তুজসহ একজন গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:১১ পিএম
রায়পুরায় অবৈধ বন্দুক ও কার্তুজসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় একটি ওয়ান শুটার এবং ২টি ১২ বোর কার্টুজসহ মো: শাহপরান (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে।  বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে রায়পুরা থানা পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন।

গ্রেফতারকৃত শাহপরান উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ জানতে পারে যে, বাঁশগাড়ী ইউনিয়নের বটতলী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অস্ত্র সহ একাধিক লোক অবস্থান করছে।  এমন সংবাদের ভিত্তিতে নরসিংদী পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় ও রায়পুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুর রহমানের তত্ত্বাবধানে এসআই আপন কুমার মজুমদার এর নেতৃত্বে রায়পুরা থানা পুলিশের একটি দল বাঁশগাড়ী ইউনিয়নে অভিযান চালায়।

এ সময় ওই স্থান থেকে শাহপরানকে একটি ওয়ান শুটার গান এবং ২টি ১২ বোর কার্টুজসহ গ্রেফতার করে এবং তার সাথে থাকা ফয়সাল আহমেদ সুমন (৩৮) নামে অন্যজন পালিয়ে যায়।

আটককৃত শাহপরানের বিরুদ্ধে এর আগেও অস্ত্র ও বিস্ফোরক মামলা সহ অন্যান্য মামলার রেকর্ড পাওয়া যায়। এছাড়া তার সাথে থাকা পলাতক ফয়সাল আহমেদ সুমনের বিরুদ্ধেও অস্ত্র ও বিস্ফোরক মামলা সহ মারামারির মামলার রেকর্ড পাওয়া গিয়েছে। গ্রেফতারকৃত'র বিরুদ্ধে রায়পুরা থানায় বৃহস্পতিবার অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ