• নরসিংদী
  • শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ০৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পলাশে রাতের আঁধারে লিচু বাগানের অর্ধশত গাছ কর্তন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১২ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:০৯ পিএম
পলাশে রাতের আঁধারে লিচু বাগানের অর্ধশত গাছ কর্তন
এটা দিয়ে লিচু গাছ কর্তন করে

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর পলাশে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে  রাতের আঁধারে মফিজুল হক নামে এক কৃষকের লিচু বাগানের অর্ধশত গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামে এ ঘটনা ঘটে। এতে মফিজুল হক নামের ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের।

এ ঘটনায় ভুক্তভোগী মফিজুল হক বাদী হয়ে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই লিখিত অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী মফিজুলের সাথে কথা বলে জানা যায়, এলাকার শহিদুল হক বাবুর সাথে দীর্ঘ বছর ধরে জমিজামা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

গত বৃধবার দুপুরে শহিদুল এলাকার কিছু স্থানীয় সন্ত্রাসী নিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন মফিজুলকে। এতেও কোনো কাজ না হলে রাতের আঁধারে দুর্বৃত্তদের দিয়ে লিচু বাগানের প্রায় অর্ধশত লিচু গাছ কর্তন করিয়েছে বলে দাবি মফিজুলের।

এরপর দিনের বেলায় সন্ত্রাসী বাহিনীকে দাঁড় করিয়ে রেখে লিচু বাগানের মাটি ভ্যাকো দিয়ে কেটে নিয়ে যায়। অভিযুক্ত শহিদুল হক বাবুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমার জমির মাটি আমি কাটিয়ে সমান করছি। আর এসব সমান করতে গিয়ে কিছু লিচু গাছ আর কলা গাছ কাটা হয়েছে।

এ বিষয়ে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, লিচু বাগান কর্তনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

জাগোনরসিংদী/নাসিম 

 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ