• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ;   ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবি আদায় করেই ঘরে ফিরবো : নাহিদ ইসলাম


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৩৪ পিএম
বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবি আদায় করেই ঘরে ফিরবো : নাহিদ ইসলাম

হলধর দাস :  জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আমাদের তিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

তিনি বলেন, আমরা ১৫ জুলাই ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলন পর্যায়ক্রমে মানুষের মুক্তির আন্দোলনে রূপ লাভ করে। গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিলো। ২০২৫ সালের ১৫ জুলাই আমরা দেশব্যাপী পদযাত্রা শুরু করেছলাম আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। নরসিংদী জেলায় তাহমিদ সহ ২২ জন ছাত্র শহীদ হয়েছে। তিনটি দাবী নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। তিনটি দাবী হলো: হত্যাকারীদের বিচার, সংস্কার এবং নতুন সংবিধান প্রতিষ্ঠা করা। দাবী আদায় করেই আমরা ঘরে ফিরবো।

ছাত্র উপদেষ্টা নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র চলছে, তারা নাগরিক পার্টির কেউ নয়, তারা গণঅভ্যুত্থ্যানের প্রতিনিধি। তাদের পদত্যাগ করে বাধ্য করা হচ্ছে, এসবও রুখে দিতে হবে। বিচার-সংস্কার এবং নতুন সংবিধানের দাবীতে শহীদ মিনার থেকে আগামী ৩ তারিখ নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা হবে। আপনারা সেই সমাবেশে আমাদের সাথে সামিল হলেি আমাদের আন্দোলন সফল হবে। 

তিনি বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রায় উপস্থিত হয়ে এসব কথা বলেন। 

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় নরসিংদী পৌরসভার সামনের চত্বরে আয়োজিত পথ সমাবেশে আরও বক্তব্য রাখেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ন আহব্বায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সংগঠক এডভোকেট শিরিন আক্তার শেলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

জেলার বিভিন্ন উপজেলার এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, অনেক কথা হয়েছে। কথা বললে অনেকের যন্ত্রণা হয়। জুলাই বিপ্লবে আমাদের ভাইদের যারা শহীদ করেছে,আপনাদেরকে যারা আহত করেছে, তারা দিল্লিতে পালিয়ে গেছে। তাদেরকে দিল্লী থেকে বাংলার মানুষ ধরে এনে বাংলার মাটিতেই বিচার করবে ইনশাআল্লাহ। বিচার হবে বাংলার মাটিতে। আমরা বাংলাদেশের সংস্কার চাই। সংস্কার চলছে সুন্দরভাবে। কিন্তু কিছু মানুষ পিছন থেকে পাঞ্জাবি টেনে ধরছে। আমি তাদের আহ্বান জানাচ্ছি আপনারা সংস্কারের পক্ষে থাকুন,শহীদদের পক্ষে থাকুন। বাংলার মানুষ আপনাদের স্বাগত জানাবে। যদি আপনারা এই সরকারের পক্ষে না থাকেন, তাহলে ভবিষ্যৎ কী হবে আমরা জানি না। বলতেও পারি না। আমরা নতুন সংবিধান বানাতে চাই। নতুন বাংলাদেশের আন্দোলনে আপনাদেরকে সামিল হওয়ার আহ্বান জানাই। 

শামান্তা শারমিন বলেন,এই নরসিংদী সকল বিপ্লবী আন্দোলনে বিপ্লবীদের আড্ডাখানা ছিলো। জুলাই আন্দোলনে আপনারা নতুন ছাত্রজনতা বিপ্লবীদের ধারাবাহিকতায় বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। আপনাদেরকে নিয়ে আমরা নতুন নরসিংদী গঠন করবো। ২৪ জুলাই অভ্যুত্থানে কোন বাহিনী কোন সরকারি কর্মকর্তা কোন ভূমিকায় ছিলো, সবকিছু বের করতে হবে। কার ভূমিকায়, কার নির্দেশে গুলি ছোঁড়া হয়েছিলো আমরা তা এখনও জানতে পারিনি। এর সবকিছু আমাদেরকে খুঁজে বের করতে হবে।
সমাবেশের আগে নেতৃবৃন্দ নরসিংদী জেলখানার মোর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে পৌঁছেন।
 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ