• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:১২ পিএম
শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত 
ত্রি-বার্ষিক সম্মেলন

হলধর দাস: বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন নরসিংদী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন এবং প্রয়াত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান রবিবার (৩১ জুলাই) নরসিংদীস্থ বাংলাদেশ শিশু একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ও নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা। 

অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি  আবেদ টেক্সটাইল,নরসিংদী'র পরিচালক মো: মাহবুবুর রহমান মনির। 

প্রধান আলোচক ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান। 

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, দক্ষিণ মির্জানগর আছমতন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নকশিসের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন,  শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ  কামরুজ্জামান মিজান ও  মহাসচিব মোঃ আজিজুল হক রাজা, বাংলাদেশ ৪র্থ  শ্রেণি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সিরাজুল আলম ও বাংলাদেশ শিক্ষক প্রতিষ্ঠান কর্মচারী কল্যাণ সমিতি নরসিংদী জেলা শাখার চেয়ারম্যান মোঃ আল-আমিন খান। 

বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন নরসিংদী জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের  বক্তব্য রাখেন ঐক্য ফেডারেশন নরসিংদী জেলা শাখার সদস্য সচিব ও শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় এর সাবেক সদস্য মোঃ তৌহিদুল ইসলাম,আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আমির হোসেন,মোঃ রাসেল মিয়া,মোঃ আমির হাসান বাদল,মোঃ জালাল উদ্দীন প্রমুখ।

এসময় আরো  উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত, আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ ইমরান খান, মোঃ  আবদুল বাতেন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির ভাষণে ড. মশিউর রহমান মৃধা বলেন, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন এর নেতা কর্মী সদস্যদের মাঝে যথেষ্ঠ শৃংখলা আছে। আপনাদের দাবী ন্যায়সঙ্গত। কাজেই আপনারা সু-শৃংখল ও পরিশ্রমী জাতির ন্যায্য দাবি আল্লাহ পুরণ করবেন। আপনারা নিরাশ হবেন না। 

পরেসর্বসম্মতিক্রমে জেলা শাখার চারটি কমিটির প্রধান প্রধান কর্মকর্তাদের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।

এর মধ্যে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন, নরসিংদী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাম্মদ আসাদুজ্জামান, মোঃ তৌহিদুল ইসলাম,মোঃ আমির হোসেন ও মোঃ আমির হাসান বাদল। 

বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী কল্যাণ সমিতি, নরসিংদী জেলা শাখার নবগঠিত কমিটির চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান , সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ  নির্বাচিত হয়েছেন যথাক্রমে  মোঃ আল আমিন খান,মুহাম্মদ ইমরান খান,মোঃ তৌহিদুল ইসলাম ও মোঃ আব্দুল্লাহ আল মামুন। 

বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী ইউনিয়ন , নরসিংদী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মুহাম্মদ ইমরান খান, মোঃ আব্দুল বাতেন মিয়া, মোঃ মোয়াজ্জেম হোসেন ও মোঃ ইশরাফ আলম। 
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন , নরসিংদী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ রাসেল মিয়া,রেজাউল করিম ও ধন মিয়া। 
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ