• নরসিংদী
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে পুলিশ পরিচয়ে প্রতারণা : অবশেষে গ্রেফতার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৫০ এএম
নরসিংদীতে পুলিশ পরিচয়ে প্রতারণা : অবশেষে গ্রেফতার 
গ্রেফতারকৃত ভুয়া পুলিশ সদস্য

স্টাফ রিপোর্ট: পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণার অভিযোগে আলী আশরাফ সোহেল (৩৫) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতারকৃত আলী আশরাফ সোহেল হবিগঞ্জ জেলার লস্করপুর এলাকার বারেক মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাতে সদর থানার ভেলানগর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী। 

অনির্বাণ চৌধুরী জানান, পুলিশের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নরসিংদী ও আশপাশের বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে প্রতারণা করে আসছিলো আলী আশরাফ সোহেল।

বৃহস্পতিবার রাতে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ডে একটি বাস কাউন্টারের সামনে অবস্থান করে প্রতারণার প্রস্তুতি নিচ্ছিলো ভুয়া পুলিশের এই সদস্য।

এসময় পুলিশ লেখা স্টীকার সাঁটানো নোয়া মাইক্রোবাস দেখে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সন্দেহ হয়।

এসময় জিজ্ঞাসাবাদে আলী আশরাফ সোহেল নিজেকে পুলিশের উপ পরিদর্শক পরিচয় দিয়ে পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত আছেন বলে জানায়।

পরে তার পরিচয়পত্র যাচাই করে সে পুলিশের সদস্য নয় বলে শনাক্ত হলে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশী জিজ্ঞাসাবাদে সে ভুয়া পুলিশ বলে স্বীকার করেন।

পরে তার ব্যবহৃত গাড়ি তল্লাশী করে পুলিশের ব্যবহৃত আইডি কার্ড, নেমপ্লেট, ক্যাপ, ছাতা, লগোসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে তাকে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে।

জাগো নরসিংদী টুয়েন্টিফোর/সমক

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ