• নরসিংদী
  • মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ;   ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে দরিদ্রদের জন্য ১০ টাকায় ব্যাগ ভর্তি বাজার!


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:০৬ পিএম
নরসিংদীতে দরিদ্রদের জন্য ১০ টাকায় ব্যাগ ভর্তি বাজার!

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে হত দরিদ্রদের সুবিধার্থে ব্যাগ ভর্তি নিত্যপণ্য ১০ টাকায় কেনার সুযোগ করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। রবিবার ((১ অক্টোবর) বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত “দুই মিনিটে বাজার” নামে নিত‍্যপণ‍্যে এ বাজার বসানো হয়। এ বাজার থেকে চাল, ডাল, তেলসহ ২৫ প্রকারের নিত্যপণ্য কিনতে পেরে সন্তোষটি প্রকাশ করেন দুই শতাধিক হতদরিদ্র মানুষ।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের এ আয়োজন পর্যায়ক্রমে দেশের সকল জেলায় করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এমন উদ্যোগ দেশের কোন স্বচ্ছল ব্যক্তি বা প্রতিষ্ঠান গ্রহন করলে তাদের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক।

দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির এমন সময়ে মাত্র ১০টাকায় ব্যাগ ভর্তি নিত্যপণ্য  কেনার ব্যবস্থা করে দিতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “দুই মিনিটে বাজার” বসায় বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

রবিবার দুপুরে  নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বাজারের উদ্বোধন করেন। এসময়  জেলা প্রশাসক ড. বদিউল আলম, বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর অনুরোধ জানান। জেলা প্রশাসন সবসময় এমন সব মহতি উদ্যোগের পাশে থাকবে বলে তিনি প্রত‍্যয় ব‍্যক্ত করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নির্ধারিত দামে নিতপণ্য কেনাবেচায় বাজার তদারকিতে কাজ করছে জেলা প্রশাসন বলে জানান তিনি।

উদ্বোধনের পর পর শুরু হয় দিনব্যাপী বাজারের বেচাকেনা। বিশেষ এই বাজারে সুবিধাবঞ্চিত, দুঃস্থ ও অসহায় দুই শতাধিক পরিবারের জন্য চাল, ডাল, ডিম ভোজ্য তেলসহ ২৫ ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নামমাত্র মূল্যে সরবরাহ করা হয়। এর মধ্যে ১ টাকায় এক কেজি চাল, ২ টাকা কেজি মশুর ডাল, ১ টাকা এক কেজি আটা, ১ টাকায় এক কেজি লবণ, ১ টাকায় এক কেজি চিনি, ২ টাকায় এক ডজন ডিম, ২ টাকায় নুডুলস, ৪ টাকায় স্কুল ব্যাগসহ শিক্ষা সামগ্রী, ৫ টাকায় মাছ, মুরগী কিনতে পেরেছেন সমাজের সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষ। ব্যাগ ভর্তি নিত্যপণ্য মাত্র ১০ টাকায় কেনার সুযোগ পেয়ে খুশি সুবিধা বঞ্চিত পরিবারগুলো।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিদ্যানন্দের মডেল প্রোগ্রাম “দুই মিনিটে বাজার”। বিদ্যানন্দের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় জরিপের মাধ্যমে অভাবী পরিবার চিহ্নিত করে নির্দিষ্ট কার্ড প্রদান করে। সে কার্ড দেখিয়ে পরিবারগুলো ‘দুই মিনিটে বাজার’ থেকে কেনাকাটার সুযোগ পায়।

তিনি বলেন, ১০ টাকার বিনিময়ে টোকেন মানির বিনিময়ে সুবিধাবঞ্চিত পূর্ব নির্ধারিত আড়াইশত মানুষ ৬ থেকে ৭ শত টাকার নিত্যপণ্য পেয়েছেন। জেলা পর্যায়ে এ ধরনের আয়োজনের পর প্রান্তিক পর্যায়ে এমন আয়োজন করার চেষ্টা অব্যাহত থাকবে। দেশের স্বচ্ছল ব্যক্তি বা প্রতিষ্ঠান সেবাদানের লক্ষে এমন মহতি উদ্যোগ নিলে সাধারণ মানুষের পাশে দাড়ালে দেশজুড়ে এমন উদ্যোগ বাস্তবায়ন করা সহজতর হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, দেশ বিদেশে ভিন্নতর ও অভিনব সব আইডিয়া নিয়ে সেবামূলক কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বিশেষ করে গত করোনাকালীন সময়ে ভয়ে যখন কেউ ঘর থেকে বের হচ্ছিল না তখন এফাউন্ডেশনের সদস‍্য জীবনবাজি রেখে করোনা মহামারী মোকাবেলায় সমাজের অসহায় মানুষের সেবায় কাজ করে মানুষের ভালবাসা অর্জন করে নিয়েছিল প্রতিষ্ঠানটি।

সমাজসেবায় তাদের অসামান্য সব অবদানের জন্য ২০২৩ সালে সরকার তাদের একুশে পদকে ভূষিত করে। এছাড়াও ২০২২ সালে সমাজকল্যান মন্ত্রণালয় কর্তৃক জাতীয় মানবকল্যাণ পদক ও ২০২১ সালে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক “কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট” পদকে ভূষিত হয়েছিল দেশের এই স্বেচ্ছাসেবী সংস্থাটি।
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ