স্টাফ রিপোর্টার: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদী সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকিরের আনারস প্রতীকের পক্ষে ভোট চেয়ে এলাকায় গণসংযোগ করেছেন কর্মী-সমর্থকরা। রবিবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার পাঁচদোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় আনারস প্রতীকের পক্ষে এ গণসংযোগ করা হয়।
পাাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও ঘোড়াশাল পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লার নেতৃত্বে নরসিংদী সদর উপজেলার উন্নয়নে যোগ্য ও সজ্জন ব্যক্তির আনারস প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগে অংশ নেয় পাাঁচদোনা ইউপির সদস্য সামসুল হক মেম্বার, সাবেক ইউপি সদস্য আমানুল্লাহ আমান কাসেম গাজী ও কফিল উদ্দিন মেম্বার।
কর্মী সমর্থকরা আব্দুল বাকিরের আনারস প্রতীকের পক্ষে পাঁচদোনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কুলাইট,
গণসংযোগ কালে পাাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, আমরা একজন নিরহংকারী সুশাসক পরোপকারী আলহাজ্ব আব্দুল বাকিরের অনার্স প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জন্য জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। আব্দুল বাকির নরসিংদী সদর উপজেলা বাসীর সেবা করার ব্রত নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। আনারস প্রতীকের একজন ভালো মানুষ ও একজন যোগ্য ব্যক্তি সে সুযোগটি যেন জনগণ তাকে দেয় সেজন্য আমরা এলাকার জনগণের কাছে ভোট প্রার্থনা করছি। আমরা চাই তিনি সীমান্দি ইউনিয়নে একদিন যোগ্য চেয়ারম্যান হিসেবে যেভাবে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন ঠিক তেমনিভাবে নরসিংদী সদর উপজেলায়ও সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন। উপজেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন যেন নরসিংদী সদর উপজেলা আবাসিক দোরগোড়ায় পৌঁছে দিতে পারেন সেজন্যই আমরা পাঁচদোনা ইউনিয়নে আনারস প্রতীকের পক্ষে প্রতীকের পক্ষে গণসংযোগ করছে করে যাচ্ছি।
ঘোড়াশাল পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লা বলেন, অনারস প্রতীকের প্রার্থী আব্দুল বাকির একজন যোগ্য ও সজ্জন ব্যক্তি। তিনি নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান ছিলেন। শীলমান্দি ইউনিয়নে তিনি পর পর দুইবার নির্বাচিত হয়ে তার যোগ্যতার স্বাক্ষর রেখেছিলেন। নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যে কয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমি মনে করি তাদের মধ্যে একমাত্র যোগ্য ব্যক্তি আব্দুল বাকির। তাই নরসিংদী সদর উপজেলায় আব্দুল বাকিরের বিকল্প নেই বলে আমরা মনে করি। নরসিংদী সদর উপজেলার উন্নয়নের স্বার্থে আব্দুল বাকিরের আনারস প্রতীকের পক্ষে গণসংযোগ করে যাচ্ছি। আমরা এলাকাবাসীর কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছি। ইতোমধ্যে পুরো পাঁচদোনা ইউনিয়নে আনারস প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে।
এর আগে পাঁচদোনা ইউনিয়নের ঝাড়তলা মোড় থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি ঝাড়তলা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে পাঁচদোনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কুলাইট এলাকায় এসে শেষ হয়। মোটরসাইকেল শোভাযাত্রায় প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল নিয়ে আনারস প্রতীকের কর্মী সমর্থকরা আনারস নামে বিভিন্ন স্লোগানে স্লোগানে ইউনিয়নের সড়কগুলোকে মুখর করে তোলে।