মকবুল হোসেন: নরসিংদীতে আলোচিত রানা হত্যা মামলার অন্যতম আসামি বল্টু ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার(৩১ অক্টোবর)ভোর পাঁচটায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার পাহাড়পুর ইউনিয়নের বামোটিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নইব্রাহিম ওরফে বল্টু ইব্রাহিম (৩০) নরসিংদীর কাউরিয়া পাড়া এলাকার ইউনুছ মিয়ার ছেলে।
মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ,গত সোমবার (২৩-১০-২৩) রাত সাড়ে আটটার দিকে শহরের কাউরিয়া পাড়া পৌর ঈদগাহ মাঠে একদল সন্ত্রাসীর হাতে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন রানা। ঘটনার পর(২৫-১০-২৩) নরসিংদী মডেল থানায় নিহতের স্ত্রী লিজা আক্তার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এরপর হত্যাকাণ্ডে সহযোগী সাকিব, সেতু ও লিটন নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আসামি বল্টু ইব্রাহিমকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশীটি পিস্তলটি ইউএমসি জুট মিলের পরিত্যক্ত কলোনির বাউন্ডারির পাশে লুকিয়ে রেখেছে বলে জানান পরে তার দেওয়া তথ্য অনুযায়ী দুই রাউন্ড গুলি সহ একটি নাইন এম এম পিস্তল উদ্ধার করা হয়। বল্টু ইব্রাহিমকে অস্ত্র মামলায় ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে ও জানান তিনি।