• নরসিংদী
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

বালু উত্তোলনের প্রতিবাদে মেঘনাবাজারে মানববন্ধন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:০৬ পিএম
বালু উত্তোলনের প্রতিবাদে মেঘনাবাজারে মানববন্ধন

মকবুল হোসেন: মেঘনানদীর নরসিংদীর (দিলারপুর মৌজার) অংশ হতে বালু উত্তোলন বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

গত ৪ অক্টোবর (বুধবার) নরসিংদী সদর-উপজেলা পাইকারচর ইউনিয়নস্থ ভংগারচর বেরিবাধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে অংশগ্রহন করেন ভংগারচর, বালাপুরের চর,চরভাসানিয়ায় বসবাসরত গ্রামবাসী।

আরহাম মাল্টি ট্রেডিংয়ের মালিক রাশেদুল হাসান রিন্টু গত ২৮-০৩-২০২৩ইং তারিখে  ৬২,৫০,০০০টাকার সরকারি  ইজারা নিয়ে বৈধ উপায়ে বালু উত্তোলনের অনুমতি পান,পরবর্তীতে বালু উত্তোলন করতে পাইপ লাগিয়ে  ড্রেজার পাঠালে এলাকাবাসী বালু উত্তোলন বন্ধ করতে  একটি মানববন্ধন করেন।

মানববন্ধনটি গত ১৪ই আগস্ট সকাল ১০টায় ভংগারচর বেরিবাধে করা হয়।

মানববন্ধন করার পর ড্রেজারগুলো এই এলাকা থেকে সড়িয়ে নেওয়া হয়,পরবর্তীতে গত ০২ই অক্টোবর সোমবার নরসিংদী সদরের সহকারী কমিশনার(ভূমি) সহ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ইজারাকৃত জায়গায় লাল নিশানা দেওয়া হয়,এবং ইজারাদার বালু উত্তোলনের জন্য তাঁদের উপস্থিতিতেই পূনরায় ড্রেজার নিয়ে আসেন।

ড্রেজার বসানোর ২দিন পর ০৪ই অক্টোবর পূনরায় এলাকাবাসী বালু উত্তোলন বন্ধ  করার দাবী তে   মানববন্ধন করেন।

এলাকাবাসীর পক্ষে তাদের দাবি তুলে ধরে হাজী মোঃমোস্তফা বলেন,যদিও তাদের ড্রেজার দিলারপুর মৌজায় বসানো হয়েছে,কিন্তু এটি আমাদের ভংগারচর এলাকার খুব কাছাকাছি, আমাদের এলাকার বেরিবাধে পাটাতনের নিচে মাটি না থাকায় ভাঙা শুরু হয়েছে,নদীর পাড় ভেঙে আমাদের এলাকায় পানি ঢোকার অবস্থা তৈরি হচ্ছে, এখন যদি আবারো এই এলাকা থেকে বালু তোলা হয় এতে আমাদের বেরিবাধ সহ ঘড়বাড়ি ভাসিয়ে নিয়ে যাবে মেঘনা নদী,আমাদের নদী পর্যাপ্ত পরিমান গভীর,এখানে ৬০ হাতের জাল দিয়েও মাছ ধরা হয়,পানির গভীরত্ব যথেষ্ট পরিমান আছে বলে আমরা মনে করি,এই স্থান থেকে বালু তোললে আমরা প্রায় ২ হাজার পরিবার ঝুঁকিতে থাকব,উদাহরণ দিয়ে বলেন,আমাদের পাশ্ববর্তী শ্রীনগরে কিছুদিন আগে নদী ভাঙনে কয়েকশত ঘড়বাড়ি নদীতে মিশে গেছে,আজ তাঁরা নিঃস্ব, আমরা এরকম নিঃস্ব হতে চাইনা,তাই আমরা এলাকাবাসী এ স্থান থেকে বালু উত্তোলন করতে দেব না।

আমরা সবাই সরকার ও প্রশাসনের সহযোগীতা কামনা করি,আপনারা বালু উত্তোলন বন্ধ করে আমাদেরকে শান্তিতে বসবাস করার সুযোগ দিন। বালু উত্তোলন বন্ধের দাবিতে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী, সমাজ সেবক মোঃ মোহসিন সহ এলাকাবাসী। 

এ বিষয়ে ইজারাদারের কাছ থেকে জানতে চাইলে,ইজারাদার বলেন,আমরা টাকা দিয়ে সরকারের কাছ থেকে ইজারা নিয়ে বৈধ উপায়ে বালু উত্তোলন করতে আসছি,আমাদের কোনো বৈধতা আছে তবুও কেন গ্রামবাসী এমন করতাছে এটা আমার জানা নেই,তবে আমি ব্যবসা করার জন্য যে ইজারা নিয়েছি, এ জন্য সরকারের সহযোগিতা চাই,যেন আমি আমার কাজ শান্তিপূর্ণ ভাবে করতে পারি।

উক্ত বিষয়ে নরসিংদী সদর সহকারী কমিশনার, (ভূমি) কথা বলতে রাজি হননি।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ