নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর ররহমানের জৈষ্ঠপুত্র শেখ কামারের জন্ম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পলাশ থানা সেন্ট্রাল কলেজের উদ্যোগে রোববার দুপুরে পারুলিয়া খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলার নির্ধারিত সময় কোন দল গোল করতে না পারায় টাই ব্রেকারের মাধ্যমে শীতলক্ষা একাশদলকে পরাজিত করে ধুমকেতু একাদশ। কলেজের অধ্যক্ষ আমীর হোসাইন গাজীর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুল কবির মৃধা খেলার উদ্বোধন করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, জিনারদি ইউনিয়ন আ.লীগের সসাধারণ সম্পাদক নুর হোহাম্মদ মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ নেতা সামশাদ হোসেন, থানা ছাত্রলীগ সভাপতি রনি প্রধান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশাদুল্লা মনা।