• নরসিংদী
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন  


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২০ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:০৭ পিএম
নরসিংদীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন  
টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন

হলধর দাস: নরসিংদীতে রোববার (২০ মার্চ) সকাল ১০টায় সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে  টিসিবি'র পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। দুই দিনব্যাপী জেলার সকল উপজেলা ও পৌরসভা এলাকার নির্ধারিত স্থানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে একযোগে ভর্তুকি মূল্যে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। 

তিনি বলেন, নরসিংদী জেলায় নির্ধারিত মানদন্ডের ভিত্তিতে প্রণীত তালিকা অনুসারে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মধ্যে পণ্য বিক্রি করা হবে। এ কর্যক্রমে আওতায়  জেলার ছয়টি উপজেলায়  মোট ৬৮ হাজার ৩৫৩টি পরিবারের মধ্যে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রয় করা হবে।

প্রথম ধাপে আজ ২০ মার্চ রবিবার সকাল ১০টা থেকে জেলার সকল উপজেলা ও পৌরসভার মোট ১৩৪টি নির্ধারিত স্থানে একযোগে বিক্রয় কার্যক্রম শুরু হলো। এসময় প্রতি পরিবারের মাঝে ৫৫টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫টাকা দরে ২কেজি মশুর ডাল ও ১১০টাকা দরে ২লিটার সয়াবিন তেল বিক্রয় করা হচ্ছে।

শিলমান্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, সিনিয়র সহকারি কমিশনার(ভূমি অধিগ্রহণ কর্মকর্তা) শ্যামল চন্দ্র বসাক, শিলমান্দী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান আরো জানিয়েছেন, ইতোমধ্যে পণ্য বিক্রয়ের লক্ষ্যে টিসিবি কর্তৃক উপজেলা ভিত্তিক ডিলার নির্বাচন করা হয়েছে। এছাড়া টিসিবি’র পণ্য বিক্রয়সহ সার্বিক কার্যক্রম তদারকি করার জন্য উপজেলা ও পৌরসভাগুলোতে ট্যাগ টিম গঠন করাসহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রত্যেক উপজেলা ও পৌরসভায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রথম ধাপের বিক্রয় কার্যক্রমের প্রথম দিন জেলার ১০হাজার ৭৯টি উপকারভোগী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় করা হবে।
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ