• নরসিংদী
  • বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ;   ০৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

দুই ঘণ্টা ব্যবধানে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুইবার অগ্নিকাণ্ড


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:১৩ এএম
দুই ঘণ্টা ব্যবধানে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুইবার অগ্নিকাণ্ড
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র

স্টাফ রিপোর্টার: নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে মাত্র দুই ঘন্টার ব্যবধানে দুই দফা আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) সোয়া ৬টায় এবং দ্বিতীয় দফায় সকাল ৯টায় তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যাটারি হাউজে এ আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনে প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি  হয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুস সহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ভোট সোয়া ৬টায় পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার খবরে ঘটনাস্থলে উপস্থিত। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যাটারি হাউসে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ শুরু করে। ৪০ মিনিট প্রায় ৪০ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।  এ সময় কেন্দ্রের তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষকে ব্যাটারিগুলো সরিয়ে ফেলার জন্য বললেও কর্তৃপক্ষ সেগুলো না সরানোর ফলে দুই ঘন্টার ব্যবধানে সকাল ৯ টায একই ব্যাটারি হাউসে দ্বিতীয় দফা আগুন ঘটনা ঘটে। 

পলাশ ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। দ্বিতীয় দফা আগুন নিয়ন্ত্রণে নিতে ফায়ার সার্ভিস কর্মীদেরকে বেগ পেতে হয়। 

ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় ও গ্যাসের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি। তবে দ্বিতীয় দফা আগুন লাগার ঘটনাটি  অসাবধানতার কারণে ঘটেছে বলে মনে করছি। কেননা প্রথমবার আগুন লাগার পর আমরা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে দুইটি সারিতে রাখা ব্যাটারিগুলোর মধ্য থেকে দ্বিতীয় সারির  ব্যাটারিগুলো সরিয়ে ফেলার জন্য বললেও কর্তৃপক্ষ সেগুলো সরাইনি।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করে।  

আবদুস সহিদ আরো বলেন পলাশ ফায়ার সার্ভিস এর ফাইটারদের পরিশ্রমের আগুন নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। তা যদি ছড়িয়ে পড়তো তবে পাশে থাকা বিদ্যুৎ কেন্দ্র লাগার সম্ভাবনা ছিল। এতে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা ছিল এবং সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় ঘটতো।

এব্যাপারে ঘোড়াশাল তার বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত প্রধান ভারপ্রাপ্ত প্রৌকশলী এনামুল হকের সাথে যোগাযোগ করলে এ বিষয়ে তিনি কোন কথা বলতে পারবেন না বলে জানান।

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ