• নরসিংদী
  • শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ;   ০৯ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০২ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৫৩ পিএম
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন 

মকবুল হোসেন : পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সুযোগ না দেওয়ার প্রজ্ঞাপন বাতিল করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।

শনিবার সকালে মাধবদী পৌরসভার সামনে মাধবদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষক - শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ করে।

সভায় বক্তারা বলেন,  গত ১৭ জুলাই পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সুযোগ না দেওয়ার বিষয়ে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে তা অনতিবিলম্বে বাতিল করতে হবে।

তাছাড়া কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ না দিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি সচিবালয় ঘেরাও করার হুশিয়ারি প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের হঠকারী সিদ্ধান্ত থেকে সড়ে আসার আহ্বান জানান। 

এসময় মাধবদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও মাধবদী এসপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক বাবু সজল চন্দ্র সরকার সহ বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শি ক্ষিকা বক্তব্য রাখেন। 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ