• নরসিংদী
  • বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ০৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ;   ০৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৩৪ পিএম
নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন 

হলধর দাস : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবার আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে র‍্যালী, আলোচনা সভা, গুণী শিক্ষক সম্মাননা ও  মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো উল্লেখযোগ্য। 

সকাল দশটায় নরসিংদী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে গিয়ে শেষ।  

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।

সভায় নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার  ও নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো:আব্দুর রহিম ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদীর সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল হক শামীম,পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) সুজন চন্দ্র সরকার ও সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো: মনোয়ার হোসেন। 

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো: আমজদ হোসাইন, আরিফ পাঠান,মীর নাসরিন সুলতানা প্রমুখ। 

অনুষ্ঠানে পাঁচজন গুণী শিক্ষককে তাদের বিশেষ অবদানের জন্য ক্র্যাস্ট দিয়ে "গুণী শিক্ষক সম্মাননা " প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

গুণী শিক্ষকগণ হলেন অধ্যাপক ড.মো: সোহরাওয়ার্দী, প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর, হরেন্দ্র নাথ বিশ্বাস, মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মো: সামসুল আলম ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানি সিংহ। 

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিক্ষক পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক বিশিষ্ট আবৃত্তিকার মো: আলতাফ হোসেন রানা ও আক্তার জাহান পপি । 
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ