• নরসিংদী
  • শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ০৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেসসহ ক্রীড়া সামগ্রী বিতরণ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:৪৫ পিএম
নরসিংদীতে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেসসহ ক্রীড়া সামগ্রী বিতরণ 

হলধর দাস : হযরত কাবুল শাহ নরসিংদী কালেক্টরেট পাবলিক স্কুলের  সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস সহ সহপাঠ্যক্রমিক  বিভিন্ন  ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।  

আনুষ্ঠানিকভাবে  উল্লেখিত সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী'র জেলা প্রশাসক  ও  জেলা ম্যাজিস্ট্রেট   মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হাসান, ম্যানেজিং কমিটির সদস্য মনজিল এ মিল্লাত, আলহাজ্ব মোঃ মোস্তফা মিয়া ও আবুল হাসেম মাস্টারসহ  স্কুলের শিক্ষক মন্ডলী । 

অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী কমিশনার ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ এইচ এম আজিমুল হক।
২০১ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, কেটস এবং অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় ।  এর মধ্যে ছিলো  ১ সেট ক্রিকেট খেলার উপকরণ  , ১টি ফুটবল, ১টি হ্যান্ডবল, ১টি ভলিবল, ১টি বাস্কেট বল,দাবা ২ সেট, ৪টি ব্যাডমিন্টন  এবং  ১টি ক্যারামবোর্ড। এছাড়া, ০৭ জন শিক্ষকের প্রত্যেককে এ্যাপ্রোন দেয়া হয়। 

উল্লেখ্য, হযরত কাবুল শাহ নরসিংদী কালেক্টরেট
পাবলিক স্কুলটি নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক
পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের শিশুরা বিনা বেতনে অধ্যয়ন করে। এমনকি স্কুল ড্রেস ,স্কুল ব্যাগ ,ছাতা, ,জুতাসহ শিক্ষা উপকরণ জেলা প্রশাসন দিয়ে থাকে।
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ