• নরসিংদী
  • বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ;   ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

আ.লীগের আমলে গ্রহণযোগ্য নির্বাচন হবে না : আ স ম আবদুর রব


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৪৮ এএম
আ.লীগের আমলে গ্রহণযোগ্য নির্বাচন হবে না : আ স ম আবদুর রব
আ স ম আবদুর রব

ডেস্ক রিপোর্ট : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, 'আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে তারা জাতীয় নির্বাচনে অংশ নেবে না।' তাঁর এমন বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ছেন অন্য কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জেএসডির উদ্যোগে আলোচনা সভায় এই ঘোষণা দেন তিনি । 

অনুষ্ঠানের নিমন্ত্রণপত্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম উল্লেখ থাকলেও আয়োজকেরা জানান, তিনি অসুস্থ থাকায় আসতে পারবেন না।

 আ স ম আবদুর রব বলেন, 'নির্বাচন কমিশনের নামে ফাজলামি করে লাভ হবে না। সরকারের ওপর জনগণের আস্থার সংকট রয়েছে। সরকার ক্ষমতায় থাকার জন্য প্রজাতন্ত্রের সাংগঠনিক কাঠামো ধ্বংস করে ফেলেছে। ফলে তারা ক্ষমতায় থাকতে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না। সবাইকে সঙ্গে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে বৃহত্তর জাতীয় সরকার গঠন করতে হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, অন্ততপক্ষে দুবছরের জন্য জাতীয় সরকার গঠন করা দরকার। জাতীয় সরকার না হলে এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বেঁচে থাকার পরও আমরা সম্মান পাইনি। শেখ হাসিনার সরকার যেমন চাই না, তারেক রহমানের সরকারও চাই না।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, 'নতুন নির্বাচন করতে হলে প্রশাসনসহ সামগ্রিকভাবে পুরো ব্যবস্থা বদলাতে হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না।' 

সূত্র : প্রথম আলো

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ