নাসিম আজাদ: নরসিংদীর পলাশে উপজেলা কৃষক লীগের এক বর্ধিত সভা পলাশ বাসস্ট্যান্ড আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪মে) বিকেলে পলাশ উপজেলা কৃষক লীগ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার, নরসিংদী জেলা কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও নরসিংদী জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড.আনোয়ার হোসেন ফরাজী।
উপজেলা কৃষক লীগের আহবায়ক আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক এড. শেখ শাকিল ও আশীষ কুমার চন্দ প্রমুখ।
সভা শেষে সর্বসম্মতি ক্রমে প্রফেসর সোলাইমান কবিরকে সভাপতি, আশীষ কুমার চন্দকে সাধারণ সম্পাদক ও কাইয়ুম মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বৎসরের জন্য পলাশ উপজেলা কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়।