
হলধর দাস : নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রমজান আলী সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনাপূূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের দিবা শাখার সহকারি প্রধান শিক্ষক বিজয় কুমার রায়।
আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রভাতী শাখার সহকারি প্রধান শিক্ষক মো: লুৎফর কবীর, সিনিয়র শিক্ষক মো: সালাউদ্দিন, সিনিয়র শ্রেণি শিক্ষক আকিকুন্নাহার, সিনিয়র শ্রেণি শিক্ষক মো: শামীমুর রহমান, সিনিয়র শ্রেণি শিক্ষক মো: রফিকুল ইসলাম, জিপিএ ৫.০০ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী অধরা চক্রবর্তী, মেহেরাব ইসলাম মৌরি, মেহেরিন বিনতে আলম প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম পর্বের শুরুতে মেধাবী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা শেষে তাদেরকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
প্রধান শিক্ষক মো: রমজান আলী সরকার বলেন, দীর্ঘ এগারো বছর পর শিক্ষকদের সহযোগীতায় এবছর আমরা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের এ অনুষ্ঠান আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়া, তারা যেন সকল বাধাবিঘ্ন অতিক্রম করে দেশ সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারে। আমাদের বিদ্যালয়ে আমরা ইংলিশ ক্লাব, বাংলা ক্লাবসহ সাহিত্য চর্চার প্রায় সকল ক্লাবই চালু করেছি। প্রতিদিন একটি করে ক্লাবের কার্যক্রম চলমান থাকে। আমাদের দাবী বিভিন্নমুখী শিক্ষা বাদ দিয়ে সরকার যেন একমুখী শিক্ষা বাস্তবায়ন করে।
অনুষ্ঠানের মধ্যহ্ন বিরতীতে শিক্ষার্থীদের মধ্যে সুস্বাদু খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা কবিতা আবৃতি, গান, নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে সার্থক করে তুলে।
উল্লেখ্য অত্র বিদ্যালয় থেকে ২০২৫ সালে তিন বিভাগে মোট ২৭৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। জিপিএ ৫.০০ অর্জন করে ১০৮ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান শাখায় ১০১ জন, মানবিক শাখায় ৬ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ০১ জন শিক্ষার্থী জিপিএ ৫.০০ অর্জন করে।
সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের চৌকস শিক্ষার্থী ফারহানা আক্তার ও নুসরাত জাহান পুষ্পিতা।