
স্টাফ রিপোর্টার: নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মো: রমজান আলী সরকার এতে সভাপতিত্ব করেন।
সমাবেশের শুরুতেই মাইলস্টোন ট্রাজেডির আহত, নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয় । সভায় অধিকাংশ শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (দায়িত্বপ্রাপ্ত) বিজয় কুমার রায় বক্তব্য প্রদানের পর শ্রেণি শিক্ষক মোঃ মোস্তফা মিয়া বক্তব্য প্রদান করেন।
বিদ্যালয়ের প্রভাতী শিফটের (দায়িত্বপ্রাপ্ত) সহকারী প্রধান শিক্ষক মোঃ লুৎফুর কবীর গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
অভিভাবকগণের পরামর্শমূলক বক্তব্যের পর প্রধান শিক্ষক ও সভাপতি জনাব রমজান আলী সরকার বিদ্যালয়ের সাম্প্রতিককালে গৃহীত উন্নয়নমূলক কর্মকান্ডের বিবরণ প্রদান-পূর্বক শিক্ষার মান উন্নয়নে আশু পদক্ষেপ এর বর্ণনা দিয়ে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ১৬ জুন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসাবে যোগদানের পর জুন মাসে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন এবং উক্ত সমাবেশে মতামতের ভিত্তিতে বিভিন্ন দাবী সমূহ পূরণের লক্ষ্যে বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে জন্য আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সভায় প্রধান শিক্ষক মহোদয় অত্র বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকমন্ডলী ও অভিভাবকগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ সেলিম সিদ্দিকী ।