• নরসিংদী
  • রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ;   ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শ্রেষ্ঠ পুরস্কার পেলো পলাশ থানা সেন্ট্রাল কলেজ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১৬ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৪৪ পিএম
শ্রেষ্ঠ পুরস্কার পেলো পলাশ থানা সেন্ট্রাল কলেজ

নাসিম আজাদ: কলেজ পর্যায়ে টানা চতুর্থ বারের মতো পলাশ উপজেলার শ্রেষ্ঠ  কলেজের পুরস্কার পেয়েছে "পলাশ থানা সেন্ট্রাল কলেজ"।

বুধবার (১৬ আগষ্ট) সকালে পলাশ উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  কলেজ অধ্যক্ষ আমীর হোসেন হাতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। 

" শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" মুল প্রতিপাদ্যকে সামনে রেখে পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা ও মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার সহ সাংবাদিক, শিক্ষার্থী ও শিক্ষকগণ।

পরে বিভিন্ন ক্যাটাগড়িতে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠা,প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। 

এবছর উপজেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে, "জনতা আদর্শ বিদ্যাপীঠ"।

উপজেলার শ্রেষ্ঠ কলেজের পুরস্কার গ্রহণ করে পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মোঃ আমীর হোসেন গাজী তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, আমার ঘাম ঝড়ানো পরিশ্রমের ফল আমি পেয়েছি। টানা চতুর্থ বারের মতো কলেজটি শ্রেষ্ঠ পুরস্কার পেল।

এবার আমার কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৪জন।এবারও আশা করি ধারাবাহিকতা বজায় থাকবে।আগামীদিন সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতা চাই। 

 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ