• নরসিংদী
  • বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ;   ৩০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ২৫ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:০২ পিএম
নরসিংদীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ২৫ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান

হলধর দাস : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) কর্তৃক নরসিংদী সদরের ২৫ জন শিক্ষার্থীকে মঙ্গলবার মেধা পুরষ্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে ১২ জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৩ জন শিক্ষার্থীকে এ পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কারের মধ্যে ছিল এককালীন ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এককালীন ২৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ। 

নরসিংদী সদর উপজেলা মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী শিক্ষার্থীদের মধ্যে এ পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) এম. সাজ্জাদুল হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ, এস, এম. আব্দুল খালেক। 

সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো: আকরাম হোসেন। অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন অভিভাবক প্রদীপ সাহা, পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থী যথাক্রমে সিটি কলেজের ছাত্র খায়রুল কবির, নরসিংদী সরকারি কলেজের ছাত্রী রিধিতা ভৌমিক অর্ণা, জামেয়া কাশেমীয়া মাদরাসার ছাত্র মো: ওয়াহিদুল হাসান ও ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল এন্ড কলেজের ছাত্রী সৈয়দা আমেনা প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, ব্যাঙের ছাত্রার মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেছে কিন্তু প্রকৃত শিক্ষা কয়টা শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারছে?   সেটা আমাদের দেখার বিষয় রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন শিক্ষার্থীরা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে সে ব্যবস্থা নিতে হবে। ছাত্র-ছাত্রীরা যেন সঠিক পথ দেখতে পায়, সে ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, শ্রেনিকক্ষে গুণগত পরিবর্তন আমরা চাই।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালো নম্বর পেয়ে ভালো চাকুরী পাওয়াই কিন্তু শিক্ষার প্রধান উদ্দেশ্য নয়। তোমরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো ছড়াতে পারো এমন শিক্ষাই মূল উদ্দেশ্য হওয়া উচিত।

অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার খাদিজা তুল কুবরা। পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলো:- সুজন মিয়া (এসএসসি ২০২৩) , মারুফা আক্তার (এসএসসি ২০২৩) , তাওহিদা আক্তার ( দাখিল ২০২২) , আল নূর নাহার (দাখিল ২০২৩), বায়জীদ ইসলাম (আলিম ২০২২), সাবিহা ইবনাথ (আলিম ২০২২), নাহিয়ান ইসলাম ( দাখিল ২০২২), মারজানা বিনতে রফিক ( আলিম ২০২৩), শিহাব আহমেদ চৌধুরী ( আলিম ২০২৩), মোহাম্মদ ওয়াহিদুল হাসান (দাখিল ২০২৩), রিধিতা ভৌমিক অর্ণা ( এইচএসসি ২০২২), সৈকত দেবনাথ  (এইচএসসি ২০২২), খায়রুল কবির (এইচএসসি ২০২২), নুসরাত জাহান (এইচএসসি ২০২২), তাহমিনা ইসলাম রিতু (এইচএসসি ২০২৩), লামিয়া সরকার (এইচএসসি ২০২৩), আহসানুল কবির আবির (এইচএসসি ২০২৩), প্রীতি রানী দাস  (এসএসসি ২০২২), প্রিতম সাহা( এসএসসি ২০২২), সৈয়দা আমেনা (এসএসসি ২০২২), বিজয় মৃধা (এসএসসি ২০২২), রবি শংকর দেবনাথ তাপস  (এসএসসি ২০২২), আল নাফিস ওয়ালী( এসএসসি ২০২২), মোহাম্মদ জোনায়েদ মিয়া( এসএসসি ২০২৩) ও প্রেমজয় সাহা রিয়াল ( এসএসসি ২০২৩)।

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ