• নরসিংদী
  • মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ;   ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

আগামী ৮ নভেম্বর ২০২৪ অনুষ্ঠিতব্য রায়পুরা মেরাথনের রেজিস্ট্রেশন চলছে 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:২৬ পিএম
আগামী ৮ নভেম্বর ২০২৪ অনুষ্ঠিতব্য রায়পুরা মেরাথনের রেজিস্ট্রেশন চলছে 

হলধর দাস।। নরসিংদী'র রায়পুরায় শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন প্রতিযোগিতা। "রায়পুরা মেরাথন,রান ফর অল" এই শ্লোগানকে সামনে রেখে আগামী ০৮ নভেম্বর '২০২৪ তারিখ এ মেরাথন অনুষ্ঠান সম্পন্ন হবে।  ওইদিন  বিকেলে  রায়পুরা উপজেলা গেইট থেকে পর পর তিনটি দল মেরাথনে অংশগ্রহণ করবে। প্রথম অংশগ্রহন করবেন, যারা ৪২ কিলোমিটার পূর্ণ মেরাথন দল।  

দ্বিতীয় দল রান করবে ২১ কিলোমিটার  হাফ মেরাথনী দল এবং  তৃতীয় দলের রান হবে ১০ কিলোমিটারের  মিনি মেরাথন দলের।  প্রত্যেক দলের শুরুটা হবে রায়পুরা উপজেলা গেইট থেকে। 

এ উপলক্ষে গত ০৬ সেপ্টেম্বর  নরসিংদী প্রেসক্লাবে রায়পুরা মেরাথনের রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ভোধন করা হয়।উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের  সভাপতি   মো: নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক  মোঃ মোবারক হোসেন সহ ইলেকট্রনিক ও  প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকগন।

আরও উপস্থিত ছিলেন রায়পুরা মেরাথন আয়োজন কমিটির সভাপতি মোঃ আক্তারুজ্জামান আক্তার, রায়পুরা রানার্স কমিটির রেইস ডিরেক্টর ও এডমিন সবুজ সিকদার, এডমিন সাদেক হোসেন খোকা, এবিএম মহসিন, সাব্বির ভূইয়া সহ অন্যান্য রানারগণ। 

উক্ত সভায় নরসিংদী প্রেসক্লাবকে রায়পুরা মেরাথনের মিডিয়া পার্টনার করা হয়।
মেরাথনে অংশগ্রহণে ইচ্ছুকগণ প্রয়োজনে ০১৭১৬- ৩২০৫৬২ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
 

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ