• নরসিংদী
  • রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ৩১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় প্রচন্ড গরমে ২৫ শিক্ষার্থী অসুস্থ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০৭ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৩৫ পিএম
রায়পুরায় প্রচন্ড গরমে ২৫ শিক্ষার্থী অসুস্থ 

স্টাফ রিপোর্ট: প্রচন্ড গরমের কারণে শ্রেণিকক্ষেই ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে নরসিংদীর রায়পুরা উপজেলার শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ে। আজ বুধবার অর্ধ বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা। বিকাল তিনটার দিকে অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। 

পরে তাদেরকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আহতদের কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন, ৮ম, ৯ম ও দশ শ্রেণীর শিক্ষার্থী  তানজিনা, শিলা, বৃষ্টি, সাদিয়া, বোশরা, রিতু, ইভা। 

শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'প্রচণ্ড গরমে আমাদের এখানে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। তাদের আমরা তাৎক্ষণিক রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করি।'

তিনি আরো বলেন, 'শিক্ষার্থীরা পরীক্ষা চলাকলীন সময় হঠাৎ করে আস্তে আস্তে অসুস্থ হতে থাকে, সেটা দেখে শিক্ষকরা আমাকে অবগত করলে আমি সাথে সাথে তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। বর্তমানে তারা সবাই সুস্থ আছে।'

 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ