• নরসিংদী
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কাউট সামগ্রী বিতরণ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৩৫ পিএম
নরসিংদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কাউট সামগ্রী বিতরণ 

হলধর দাস: নরসিংদী জেলায় শতভাগ স্কাউন্টিং শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করার লক্ষে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ স্কাউটের যৌথ সহায়তায় নরসিংদী সদর উপজেলার ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কাউটের জন্য উৎসাহ উপকরণ ট্রাংক ও ড্রামসেট'  বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২১ মার্চ) সকালে নরসিংদী সদর উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউট নরসিংদী সদর উপজেলার আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাঃ মোবারুল ইসলাম। 

নরসিংদী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান এর সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের  সভাপতি মোঃ নুরুল ইসলাম, নরসিংদী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ  কফিল উদ্দিন ভূঁইয়া বাচ্চু, নরসিংদী জেলা স্কাউটের কমিশনার মোঃ মাসুম বিল্লাহ,জেলা কাব লিডার পরিতোষ দাস,সদর স্কাউটস কমিশনার মোঃ আব্দুল করিম, স্কাউটস লিডার মোঃ আলতাফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা স্কাউটস এর সম্পাদক  ও নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মঞ্জিল এ মিল্লাত। 
 
আলোচনা শেষে নরসিংদী সদর উপজেলার ৮০টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানশিক্ষগণের মধ্যে উল্লেখিত উপকরণ বিতরণ করা হয়।
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ