• নরসিংদী
  • মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ;   ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয় : নজরুল ইসলাম এমপি


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৩৭ পিএম
নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয় : নজরুল ইসলাম এমপি

হলধর দাস : নরসিংদী সদরের এমপি লেঃ কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক বলেছেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। অসহায় গরীবরা টিন পায়, টাকা পায়, কেউ না খেয়ে থাকে না। তাই দেশের উন্নয়নে এবং অস্বচ্ছল মানুষকে স্বাবলম্বি করার স্বার্থে আগামী নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেয়ার জন্য আহবান জানান। কারণ, নৌকায় ভোট দিলে অস্বচ্ছলরা স্বাবলম্বি হয় এবং দেশের উন্নয়ন হয়।

তিনি শনিবার (১০ জুন) ২০২২-২৩ অর্থ বছরের মানবিক সহায়তার ঢেউটিন, টাকা বিতরণ এবং প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

নরসিংদী সদর উপজেলা প্রশাসন, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালরে অধীন উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূঞা, ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন বাচ্চু, প্রধান শিক্ষক মল্লিকা সাহা প্রমুখ।

এসময় উপস্থিত ছেলেন আওয়ামী লীগ নেতা দীপক কুমার সাহা, যুবলীগ নেতা মিয়া মোহাম্মদ মঞ্জুরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, মহিলালীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি শিক্ষকদের বলেন, জাতি গঠনে আপনাদের দায়িত্ব অনেক বেশী। সরকারের ডিজিটাল ব্যবস্থা বাস্তবায়নেও আপনাদের অগ্রণী ভূমিকা রয়েছে। সে জন্যই আজকে আপনাদেরকে ল্যাপটপ প্রদান করা হয়েছে। আমি আশা করি আপনারা এ ল্যাপটপ এর সঠিক ব্যবহার করে সরকারের মিশন ভিশন বাস্তবায়ন করতে সহযোগিতা করবেন এবং নতুন প্রজন্মকে আগামী দিনের সম্পদ হিসেবে গড়ে তুলবেন।

তিনি অনুষ্ঠানে সদর উপজেলার ৪৯টি পরিবারের মধ্যে প্রতি পরিবারকে দুই বান্ডেল ঢেউটিন এবং ঘর নির্মাণের জন্য ৬ হাজার করে নগদ টাকা প্রদান করেন। এছাড়া ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর হাতে একটি করে নতুন ল্যাপটপ প্রদান করেন। 

জাগোনরসিংদী/স্টাফ রিপোর্টার
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ