• নরসিংদী
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৯ পিএম
জ্যোতি
জ্যোতি

খেলাধুলা ডেস্ক : নারীরা এবারই প্রথম। আর প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। আগামী ৫ মার্চ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলতে অধীর আকাঙ্খায় আছে  বাংলাদেশ। প্রথমবার অংশগ্রহণেই নিজেদেরকে প্রমাণ করতে চান বাংলাদেশ দল।

টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, তার দল বিশ্বমঞ্চে নিজেদের উন্নতি দেখানোর পাশাপাশি প্রতিদ্বন্দ্বীতা করার সামর্থ্যের প্রমাণ দিতে চান।

২০১৮ সালের এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জয় করেছিল বাংলাদেশ নারী দল। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার খেললেও ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথম খেলতে নামছে বাংলাদেশের মেয়েরা। বিশ্বমঞ্চে অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত সালমা-রুমানা-জাহানারা আলমরা।

তবে শুধুমাত্র খেলার জন্যই খেলা নয়, বিশ্বমঞ্চে নিজেদের উন্নতি ও সামর্থ্য দেখাতে মুখিয়ে আছে বাংলাদেশ নারী দল। 

সম্প্রতি আইসিসির এক ভিডিও বার্তায় কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। সেখানে তিনি বলেন, ‘টিম বাংলাদেশের জন্য এটি অনেক বড় সুযোগ। আমাদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ। এই মঞ্চেই দেখাতে চাই যে, আমরা উন্নতি করছি ও বিশ্ব ক্রিকেটে প্রতিদ্বন্দ্বীতা করতে পারি।’

নিজেদের উন্নতি ও অগ্রগতি প্রামাণ করার জন্য বিশ্বমঞ্চই বড় যায়গা বলে মনে করেন নিগার। তিনি বলেন, ‘পুরো বিশ্বকে আমাদের উন্নতি ও অগ্রগতি দেখানোর বড় সুযোগ এটি। এত বছর থেকে আমরা দল হিসেবে এক সাথে খেলছি। আমরা যে লড়াই করতে পারি এবং জিততেও পারি, এটা দেখানোর বিশাল সুযোগ এবার।’

টপ অর্ডার এই ব্যাটার আরও বলেন, ‘আমরা এখানে নিজেদের সেরাটা দিতে চাই এবং ভালো পারফরমেন্স দেখতে মুখিয়ে থাকা তরুণ ক্রিকেটারদের উৎসাহ জোগাতে চাই।’

বিশ্বকাপ নিয়ে দলের পরিকল্পনার কথা জানাতে গিয়ে জ্যোতি জানান, তারা ম্যাচ বাই ম্যাচ খেলতে চান। প্রতিপক্ষকে নিয়ে ছক কষেই খেলার ইচ্ছা প্রকাশ করেন তিনি। 

নিগার সুলতানা বলেন, ‘আমরা একটি একটি করে ম্যাচ ধরে এগোতে চাই। প্রতিপক্ষ বুঝে নিজেদের শক্তি ও সামর্থ্যের জায়গায় ভরসা রেখে খেলতে চাই। ফলাফল কি হবে তা জানি না। তবে আমরা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছি।’

সূত্র : একুশে টিভি

 

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ